বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাউন্সিলরদের বচসায় তপ্ত পুরসভার বোর্ড মিটিং, অশান্তি ভাটপাড়া থেকে দক্ষিণ দমদমে

কাউন্সিলরদের বচসায় তপ্ত পুরসভার বোর্ড মিটিং, অশান্তি ভাটপাড়া থেকে দক্ষিণ দমদমে

দক্ষিণ দমদম পুরসভা। প্রতীকী ছবি।

ভাটপাড়ার ঘটনায় কাউন্সিলরদের মধ্যে বচসার জেরে পুরসভা চত্বরে অশান্তি ছড়ায়। বৈঠক চলাকালীনই অশান্তির পরিমাণ বাড়তে থাকে। এরপর দুই কাউন্সিলরের হাতাহাতির ঘটনা দেখা যায়। খবর পেতেই পৌঁছয় পুলিশ। পরবর্তীকালে বাকি কাউন্সিলরদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক

পুরসভার বোর্ড মিটিং ঘিরে অশান্তির ছবি ভাটপাড়া থএকে দক্ষইণ দমদমে। ভাটপাড়ায় পুরসভার বোর্ড মিটিংয়ে এদিন হাতাহাতির ছবি দেখা যায় বলে খবর। কাউন্সিলরাই জড়িয়ে পড়েন বচসা থেকে হাতাহাতিতে। অন্যদিকে দক্ষিণ দমদমে মিটিং ঘিরে অশান্তির কারণে ১৭ জন কাউন্সিলর বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

ভাটপাড়ার ঘটনায় কাউন্সিলরদের মধ্যে বচসার জেরে পুরসভা চত্বরে অশান্তি ছড়ায়। বৈঠক চলাকালীনই অশান্তির পরিমাণ বাড়তে থাকে। এরপর দুই কাউন্সিলরের হাতাহাতির ঘটনা দেখা যায়। খবর পেতেই পৌঁছয় পুলিশ। পরবর্তীকালে বাকি কাউন্সিলরদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ হাতাহাতির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন ২১ জুলইয়ের প্রস্তুতি সভা ঘিরে কিছু আলোচনার সময় মতবিরোধ হয়। পরে আলোচনার মাধ্যমে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে, চলবে কতদিন?

এদিকে, জানা গিয়েছে, দক্ষিণ দমদমে চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক বৈষম্যের অভিযোগ তোলা হয়। একাধিক কাউন্সিলর সেই অবিযোগে সরব হন। তা নিয়ে চলে কথাকাটাকাটি। তারপরই বৈঠক ছেড়ে বেরিয়ে যান ১৭ জন কাউন্সিলর। বাতিল হয় বৈঠক।

বন্ধ করুন