বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতির দুষ্কৃতীদের ধরতে তদন্ত, ফরেন্সিক নমুনা সংগ্রহ করল দল

বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতির দুষ্কৃতীদের ধরতে তদন্ত, ফরেন্সিক নমুনা সংগ্রহ করল দল

বর্ধমানের ব্যাঙ্ক ডাকাতির পরে তদন্তে পুলিশ। ফাইল ছবি।

ঘটনার ৭ দিন কেটে যাওয়ার পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। এরপর ব্যাঙ্ক থেকে ৩৩ লক্ষ টাকা লুঠ করে তারা পালিয়েছিল। সেই ঘটনায় এখনও দুষ্কৃতীদের কোনও হদিস পায়নি পুলিশ। এই ঘটনায় দুষ্কৃতীদের ধরার জন্য গঠিত হয়েছে সিট। ঘটনার ৭ দিন কেটে যাওয়ার পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই ব্যাঙ্ক ডাকাতিতে জড়িত দুষ্কৃতীদের ধরতে সাহায্য নেওয়া হলো ফরেন্সিক বিভাগের।

বৃহস্পতিবার ফরেন্সিক বিভাগের একটি দল ওই ব্যাঙ্কে গিয়ে নমুনা সংগ্রহ করে। সে ক্ষেত্রে দুষ্কৃতীদের কোথাও হাতের চিহ্ন রয়েছে কি না ফরেন্সিক দল তা খতিয়ে দেখে। ফরেন্সিক বিভাগের সহকারী অধিকর্তা চিত্রাক্ষ সরকারের নেতৃত্বে এদিন দুষ্কৃতীদের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। এই দলে ছিলেন দুজন সদস্য। তবে তাঁরা আদৌও সেখান থেকে দুষ্কৃতীদের কোনও নমুনা সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবশ্য কোন মুখ খুলতে চাননি ফরেন্সিক অধিকর্তা।

শুক্রবার সকাল দশটা নাগাদ ব্যাঙ্ক খুলতেই হানা দিয়েছিল দুষ্কৃতীদের দল। প্রথমে ক্রেতা সেজে তারা ব্যাঙ্কে ঢোকে। তার পরে নিজেদের আসল রূপ প্রকাশ করে। সেই সময় ব্যাঙ্কের ভিতরে অনেক সাধারণ উপভোক্তাও ছিলেন। ঘটনার পরেই শহর থেকে বেরোনোর সব রাস্তা, বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়। পাশাপাশি জেলার সব থানা এলাকায়নাকা তল্লাশি করা হয়। তার পরেও তাদের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ডাকাতদলদের প্রত্যেকের পিঠে ছিল স্কুল ব্যাগ। হাতে ছিল বন্দুক। হিন্দিতে কথা বলছিল। এখন ব্যাঙ্ক ডাকাতরা কোথায় গেল সেটাই হচ্ছে প্রশ্ন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ডাকাতরা প্রথমে বিসি রোড ধরে হেঁটে তারা কার্জন গেটে যায়। এরপর সেখান থেকে বাইকে চেপে চলে যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

শ্বশুরবাড়ির পুজো, স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ট্রাকে করে ঠাকুর আনলেন শ্রুতি দাস বাধার পর বাধা, তাও এগোচ্ছে অভয়া পরিক্রমা? কোন কোন পুজো মণ্ডপ হয়ে যাবে? রইল রুট ইনিংসে হেরে লজ্জায় মুখ পুড়ল অস্ট্রেলিয়ার, ভারতের কাছে ‘টেস্টেও’ চুনকাম অজিরা স্কুলবাসে আগুন লেগে মৃত ২৩, শেষকৃত্য করলেন থাইল্যান্ডের সন্ন্যাসীরা Healthy Juice: করলার রস এই কারণে অমৃতের সমান সন্তান আসার পর শুধুই দূর-ছাই করেছেন একসময়ের আদরের পুটুকে, আজ সেই ভুলেরই…: পরীমনি সিজারের পর রক্তক্ষরণ, পুনরায় সেলাই করতে গিয়ে মৃত্যু প্রসূতির, বিক্ষোভ পরিবারের মহিলা টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কেমন থাকবে পিচ? অলংকারে প্রতিবাদ, তিলোত্তমা কাণ্ডে অভিনব পদক্ষেপ জলপাইগুড়ির সৃষ্টির ‘‌বড় পুজোর ভিড়ে গিয়ে গোলমালের অপচেষ্টা’‌, জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.