ধানখেতের পাশে গাছ থেকে উদ্ধার হল যুগলের দেহ। শনিবার সকালে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামের ঘটনা। মৃত যুবক দীপঙ্কর রায় (২৪) ও নিরূপা রায়ের (২১) গলায় একই দড়ির ফাঁস লাগানো ছিল। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় খণ্ডঘোষের ওই গ্রামে। ওদিন সকালেই দেহ দুটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত দীপঙ্কর ও নিরূপার পরিবার জানিয়েছে, কেন তাঁদের এভাবে মৃত্যু হল সে ব্যাপারে কিছুই জানে না। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা করেছে ওই যুবক–যুবতী। পুলিশ জানিয়েছে, দু’জনই গোপালবেড়া গ্রামের বাসিন্দা। তাঁরা প্রতিবেশী। দু’জনের সম্পর্কের কথা অনেকেই জানতেন।
কিন্তু ওই যুগলের এমন মর্মান্তিক পরিণতি কীভাবে হল সে ব্যাপারে গ্রামবাসীরা কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। ইতিমধ্যে মৃত দু’জনের পরিবারের লোকজন ও গোপালবেড়ার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।