বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bagda rape case: ‘জঘন্যতম অপরাধ’ বাগদাকাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে, তদন্তের দাবি কাকলির

Bagda rape case: ‘জঘন্যতম অপরাধ’ বাগদাকাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে, তদন্তের দাবি কাকলির

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। (ফাইল ছবি, সৌজন্য @KakoliGhoshDastidarMP)

আজ টুইটারে তিনি লেখেন, ‘গৃহবধূকে ধর্ষণ করেছেন দুই বিএসএফ জওয়ান এবং তিনি যাতে সেই কথা প্রকাশ না করেন তার জন্য প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে ওই গৃহবধূকে। এটি জঘন্যতম অপরাধ। বিজেপির আমলে পরিস্থিতি বিপদজনক হয়ে উঠছে। রক্ষকরাই ভক্ষকের ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব কে নেবে?’

উত্তর ২৪ পরগনার বাগদার সীমান্তবর্তী এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। ঘটনায় বিজেপির সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। 

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ন্ত্রণাধীন বিএসএফের তীব্র নিন্দা করে ‘ভারতবর্ষ বিজেপির অধীনে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে বলে’ আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একইসঙ্গে এই ঘটনায় তদন্তে দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

আজ টুইটারে তিনি লেখেন, ‘গৃহবধূকে ধর্ষণ করেছেন দুই বিএসএফ জওয়ান এবং তিনি যাতে সেই কথা প্রকাশ না করেন তার জন্য প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ওই গৃহবধূকে। এটি জঘন্যতম অপরাধ। বিজেপির আমলে পরিস্থিতি বিপদজনক হয়ে উঠছে। রক্ষকরাই ভক্ষকের ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব কে নেবে?’ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন কাকলি। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। তৃণমূলের পক্ষ থেকে এদিন টুইটারে লেখা হয়, ‘বিজেপির আমলে দেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বলেন, ‘কেন্দ্র বিএসএফের এক্তিয়ার বাড়িয়েছে এবং তাদের আরও ক্ষমতা বৃদ্ধি করেছে। যে অফিসারদের মূল কর্তব্য জনগণকে রক্ষা করা, তারাই সাধারণ মানুষকে ধর্ষণ করছে। গরু পাচারে লিপ্ত হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে নির্বিচারে নির্যাতন করে চলেছে।’

বন্ধ করুন