বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কৃষ্ণনগরে তৃণমূল কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন বোমাবাজি

কৃষ্ণনগরে তৃণমূল কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন বোমাবাজি

প্রতিকি ছবি

খবর পেয়ে সেখানে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। তাদের সামনেই চলতে থাকে বোমাবাজি। এর পর সেখানে পৌঁছয় আরও পুলিশবাহিনী। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলকর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন বোমাবাজি করার অভিযোগ তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদেরই বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা কৃষ্ণনগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নগেন্দ্রনগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশের সামনে চলতে থাকে বোমাবাজি। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দকে দায়ী করেছে বিজেপি। ওদিতে তৃণমূলের দাবি, এটা দুষ্কৃতীদের কাজ।

শুক্রবার রাতে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে তৃণমূলকর্মী বনমালি মোদকের বাড়ি জন্মদিনের অনুষ্ঠান চলছিল। রাত ১০টা নাগাদ অনুষ্ঠানবাড়ির সামনে বোমাবাজি শুরু করে কয়েকজন দুষ্কৃতী। এর পর বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। পালটা প্রতিরোধ গড়েন অনুষ্ঠান বাড়িতে থাকা লোকজন। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

খবর পেয়ে সেখানে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। তাদের সামনেই চলতে থাকে বোমাবাজি। এর পর সেখানে পৌঁছয় আরও পুলিশবাহিনী। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অনুষ্ঠানবাড়িতে দুষ্কৃতীহামলার ঘটনায় হতবাক সবাই। শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বিশ্বাস বলেন, তৃণমূলকর্মীর বাড়িতে অনুষ্ঠান চলার সময় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক পরিচয় হয় না। যে-ই করে থাকুক পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করব।

পালটা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এখন এমন জায়গায় পৌঁছেছে যে অনুষ্ঠান চলাকালীন হামলা হচ্ছে। কৃষ্ণনগর শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন একজনকে প্রকাশ্যে খুন করা হল। তার রেশ কাটতে না কাটতেই ফের শহরের মধ্যে বোমাবাজি হল। এতেই প্রমাণিত দুষ্কৃতীরা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

 

বন্ধ করুন