অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গেল। বালুরঘাট শহরে সাহেব কাছারি এলাকার অঙ্গনওয়াড়ি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। সেখানেই বাচ্চাদের চাল–ডাল বিলি করা হয়। কিন্তু তা অত্যন্ত নিম্নমানের বলে এক বাসিন্দা অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, সরকার এই নিম্নমানের খাবার কোনওভাবেই বাচ্চাদের দিতে পারেন না। স্কুলের কোনও শিক্ষক–শিক্ষিকা উন্নতমানের চাল–ডাল নিজেরা নিয়ে খারাপটা বাচ্চাদের দিচ্ছেন। এমনকী এই অভিযোগ সুপারভাইজারের কাছে মৌখিক জানানো হয়েছে। তাতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে লিখিতভাবে অভিযোগ করার পরেই ওই ব্যক্তিকে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন সুপারভাইজার।
ঠিক কী অভিযোগ করেছেন ওই ব্যক্তি? গৌতম চক্রবর্তী নামে ওই ব্যক্তির অভিযোগ, ‘নিম্নমানের খাবার, নিম্নমানের ডাল দেওয়া হয়েছে স্কুল থেকে। এটা কোনওভাবেই বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। ওরা বলছে চার মাস আগে থেকে পড়ে রয়েছে। তাই ডালে বালি, পোকা দেখা যাচ্ছে। তারপরও এই ডাল দিচ্ছে কেন? তাই আমি সুপারভাইজারের কাছে অভিযোগ জানিয়েছিলাম। কারা সরবরাহ করছে এই ডাল? সেই কাগজও আমি চেয়েছিলাম। কিন্তু ওরা আমাকে কাগজ দিতে চাইছে না।’
এই বিষয়ে সুপারভাইজার পাল্টা বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। কিন্তু লিখিতভাবে অভিযোগ জানানো হয়নি। আমরা আমাদের কর্মীদেরও বলে দিয়েছি যে খারাপ কিছু যেন না দেওয়া হয়। তেমন হলে অন্য সেন্টার থেকে এনে ডাল যাতে বিলি করা হয়। কিন্তু লিখিত অভিযোগ এই বিষয়ে না দেওয়া হলে আমাদের পক্ষে কোনও কাগজ দেওয়া সম্ভব নয়।’