বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাঁ–পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিল পুরুলিয়ার খেরোয়াল, ইচ্ছাশক্তিকে কুর্নিশ সকলের

বাঁ–পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিল পুরুলিয়ার খেরোয়াল, ইচ্ছাশক্তিকে কুর্নিশ সকলের

মাধ্যমিক পরীক্ষার্থী খেরোয়াল হেমব্রম।

এই পড়ুয়ার বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব প্রায় ১৫ কিমি। তাই সেখানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে রাখা হয়েছে। সেখান থেকেই পরীক্ষা দিচ্ছে খেরোয়াল। পরীক্ষা কেন্দ্রের একটা ঘরে বসার ব্যবস্থা করেছে ওই স্কুল কর্তৃপক্ষ। এমনকী কিছু অর্থ সাহায্যও করেন সকলে। 

শরীরে থাকা হাত স্বাভাবিক নয়। দু’‌হাতের সব আঙুলই বেঁকে আছে। ডান হাত ঝুলে থাকে। আর বাঁ হাত থাকে বুকের কাছে। দু’‌হাত নড়ানো যায় না। তাই বিকল্প পথ বলতে পা। আর সেই বাঁ পায়ের উপর ভরসা রেখেই লিখে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় মাধ্যমিক পরীক্ষার্থী খেরোয়াল হেমব্রম। এই পরীক্ষার্থীর বাড়ি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির আড়শা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের কলাবনিতে। তার পরীক্ষা দেওয়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখেছে বাংলার মানুষজন। লড়াইটা খুব কঠিন।

এদিকে এই কঠিন লড়াইকেই বেছে নিয়েছেন খেরোয়াল হেমব্রম। বাঁ–পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দেওয়া শুরু করেছে খেরোয়াল। ছবিতে ধরা পড়েছে প্রবল ইচ্ছাশক্তি। যার প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক–শিক্ষিকারা। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বাঁ–পায়ে দু’‌আঙুলের ফাঁকে পেন রেখে পরীক্ষা দিয়েছে খেরোয়াল। তবে সেটাও খুব সহজভাবে নয়। গোটা শরীরকে বেঁকিয়ে তবেই সেটা সম্ভব হয়েছে। এভাবেই বাংলা পরীক্ষা দিয়েছে এই আদিবাসী প্রতিবন্ধী পড়ুয়া। ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না। তবে প্রথম পরীক্ষা তার খারাপ হয়নি। সিরকাবাদ হাইস্কুলের ছাত্র খেরোয়াল হেমব্রম। পরীক্ষার সিট পড়েছে আড়শা ব্লকের রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠে।

অন্যদিকে এই পড়ুয়ার বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব প্রায় ১৫ কিমি। তাই সেখানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে রাখা হয়েছে। সেখান থেকেই পরীক্ষা দিচ্ছে খেরোয়াল। পরীক্ষা কেন্দ্রের একটা ঘরে বসার ব্যবস্থা করেছে ওই স্কুল কর্তৃপক্ষ। এমনকী কিছু অর্থ সাহায্যও করেন সকলে। খেরোয়ালের পরিবার সূত্রে খবর, জন্মের পর জন্ডিসে আক্রান্ত হয় সে। চিকিৎসা চলার সময়ই তার হাতের আঙুল বেঁকে যায়। মুখ বেঁকে যায়। অকেজো হয়ে যায় দুটি হাত। তখন চিকিৎসার জন্য ভিন রাজ্যেও নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও কাজ হয়নি।

আরও পড়ুন:‌ বিজেপি বাংলায় বাড়ল কেন?‌ সিপিএম নেতাদের কাছে কঠিন প্রশ্ন রাখলেন রাহুল

আর কী জানা যাচ্ছে?‌ এমন পরিস্থিতিতেও হাল ছাড়েনি খেরোয়াল পরিবার। শিক্ষার জন্য কলাবনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। মা ভারতী হেমব্রমের চেষ্টায় সাত বছর বয়স থেকে বাঁ পায়ে লেখা শুরু করে খেরোয়াল। তারপর আর থামেনি। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটির সদস্য কুনাল সেন বলেন, ‘‌ওই ছাত্রের ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাতেই হবে।’‌ বাবা অজিত হেমব্রম বলেন, ‘‌শারীরিক প্ৰতিবন্ধকতার পরেও ছেলের ইচ্ছাশক্তির কথা ভেবে ওর লেখাপড়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।’‌

বাংলার মুখ খবর

Latest News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস, জয়রাম রমেশের মন্তব্য শোরগোল মোহনবাগানকে হারাতেই মাঝরাতে মুম্বইয়ের টিম হোটেলে মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল! বারবার হচ্ছে মুড সুইং? মানসিক চাপ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ মাঝে মাঝে কিছু ভাবতে গিয়ে থমকে যান! সাবধান, সতর্ক হোন এখন থেকেই তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিতে চলেছে সুপ্রিম কোর্ট, বড় প্রশ্নের মুখে ইডি কনসার্টে জলের বোতল ছোঁড়া হল সুনিধির দিকে! রাগে থমকে গিয়েও, কীভাবে সামলান সবটা নেতা–মন্ত্রীদের দেহরক্ষী নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, এবার আমূল বদল আসছে নিয়মে ফের নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন ‘কিং’ কোহলি- বিরাটের মাথায় উঠল কমলা টুপি রাজনৈতিক ধান্দা! কানাডাকে তোপ জয়শংকরের, নিজ্জর খুনে ৩ জনকে ধরা নিয়েও খুললেন মুখ

Latest IPL News

তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.