বিনিয়োগের খোঁজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের মধ্যেই তাঁকে চূড়ান্ত শিল্প বিরোধী বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করলেন, মমতা জানলে বাধা দেবেন, তাই তাঁকে লুকিয়ে হলদিয়ায় গোয়েঙ্কাদের শিল্পস্থাপনের জন্য জমির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এদিন হলদিয়ায় এক বিশ্বকর্মা পুজোয় যোগদান করে একথা বলেন বিরোধী দলনেতা। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যে শিল্প আসছে না বলে মন্তব্য করেন তিনি।
তৃণমূলের রাজত্বে রাজ্যে শিল্পের করুণ দশা আর কারও অজানা নয়। ১২ দিনের স্পেন সফরের সপ্তাহ ঘুরতে চললেও কোনও বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে এখনও কোনও বিনিয়োগের আশ্বাস আদায় করতে পারেননি তিনি। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন একদা তাঁরই সেনাপতি শুভেন্দু অধিকারী। সোমবার হলদিয়ায় টাটা স্টিল ও টাটা পাওয়ার ঠিকাদার ও মজদুর ইউনিয়নের বিশ্বকর্মা পুজোয় যোগ দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘২০১০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে আমি হলদিয়া এনার্জিকে জমি পাইয়ে দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই আমি একাজ করেছি। কারণ উনি চরম শিল্পবিরোধী। উনি জানলে আমাকে বাধা দিতেন। আমি উঁচু জমি একরপ্রতি ৩৫ লক্ষ টাকা ও জলা জমি একরপ্রতি ২৫ লক্ষ টাকায় কেনার ব্যবস্থা করে দিয়েছিলাম। বিশ্বাস না হলে সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করবেন।’ শুভেন্দুবাবুর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যে শিল্প আসছে না। ওদের শিল্পনীতিতে ভুল আছে’।
শিল্প স্থাপনে জমি অধিগ্রহণে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ওপর তারা কঠোর ভাবে SEZ বিরোধী। রাজ্য সরকারের দাবি, তাদের কাছে পর্যাপ্ত জমি ব্যঙ্ক রয়েছে। কিন্তু শিল্পপতিরা সেই সব জমিতে আগ্রহী নন। যার ফলে পশ্চিমবঙ্গে বড় শিল্প স্থাপনে আর আগ্রহ দেখান না কোনও শিল্পপতি।