Train Service disrupted: ওভারহেড তারে হনুমান লাফাতেই বিপত্তি! রেল যোগাযোগ ব্যাহত কৃষ্ণনগরে, নাকাল যাত্রীরা
Updated: 07 Aug 2023, 08:23 PM ISTকৃষ্ণনগর শিয়ালদা ডাউন লাইনে ওই ঘটনার জেরে একাধিক ট্রেনের পরিষেবা বিঘ্নিত হয়। দাঁড়িয়ে যায় ধনধান্য এক্সপ্রেস। ব্যস্ত সময় সকাল সাড়ে ন'টা নাগাদ ডাউন ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। জানা যায়, কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি ঢোকে ৯.২১ মিনিট নাগাদ। তারপরই বিপত্তির জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেন। (প্রতীকী ছবি)
পরবর্তী ফটো গ্যালারি