মর্মান্তিক ঘটনা। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লেগে মৃত্যু হল শাশুড়ি এবং জামাইয়ের। এছাড়াও আগুনে পুড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন মেয়ে। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত চকপাড়ার নতুনপল্লী এলাকায়। ওই এলাকার একটি দরমার ঘরে ছিলেন শাশুড়ি, মেয়ে এবং জামাই। রবিবার রাতে ঘুমন্ত অবস্থাতেই ঘরে আগুন লাগে। তারফলে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম হল শাশুড়ি আঙুর বালা দলুই (৮৪) ও জামাই মধু সানা (৬০)। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে মেয়ে কমলা সানাকে (৪৫)।
আরও পড়ুন: আনন্দপুরে বেসরকারি হাসপাতালের সামনে পরপর বিস্ফোরণ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই বস্তি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিল না। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনও প্রশ্ন নেই। তবে বাড়িতে মোমবাতি অথবা ধূপ জাতীয় কোনও বস্তু থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাড়ির সকলে ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়ে। টের পাওয়ার আগেই দুজনের মৃত্যু হয়। বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় লিলুয়া থানা এবং দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান শাশুড়ি এবং জামাই। আশঙ্কাজনক অবস্থায় কমলা সানাকে ভরতি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়টি খতিয়ে দেখছে দমকল। সোমবার ওই বাড়িতে ফরেন্সিক টিম যাওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িটি দরমার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তারা যতক্ষণ না বুঝতে পারেন ততক্ষণে আগুন অনেকটাই বড় আকার ধারণ করেছিল। অনেক চেষ্টার পর তারা একজনকে বাঁচাতে সক্ষম হয়েছেন। এছাড়াও পাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ওই বাড়ির একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সমস্ত বই আগুনে পুড়ে গিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে তার বইয়ের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, দমকল দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দমকল। তাদের বক্তব্য, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেখানে ছুটে আসেন। কিন্তু, বাড়িতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। তিনি বলেন, ‘বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। সম্ভবত মোমবাতি জাতীয় কোন কিছু থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। ফরেন্সিক টিম খতিয়ে দেখার পরে সে বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে।’