বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নারী দিবসে শিলিগুড়িতে রক্তারক্তি কাণ্ড, বৌ-শাশুড়িকে ছুরির কোপ, মৃত ১

নারী দিবসে শিলিগুড়িতে রক্তারক্তি কাণ্ড, বৌ-শাশুড়িকে ছুরির কোপ, মৃত ১

স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি ছুরির কোপ

৭ বছর আগে শাহিদের সঙ্গে বিয়ে হয়েছিল শাকিনার। তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো।  তবে সম্প্রতি সেই অশান্তি বড় আকার ধারণ করায় একটি বাড়ি ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করেন শাকিনা। 

পারিবারিক অশান্তি। তার জেরে প্রকাশ্য রাস্তায় স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি ছুরির কোপ বসালো যুবক। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের শাশুড়ির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি অভিযুক্ত যুবকের স্ত্রী। এমন ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। মৃতের নাম রুকসানা খাতুন। আহত হয়েছেন শাকিনা বিবি। এই খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ শাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, আজ শুক্রবার হল আন্তর্জাতিক নারী দিবস। আর সেই নারী দিবসে মহিলাকে খুন করার অভিযোগ উঠল।

আরও পড়ুনঃ স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যা স্বামীর, প্রতিপদেই রক্তারক্তি কাণ্ড খাস কলকাতায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ বছর আগে শাহিদের সঙ্গে বিয়ে হয়েছিল শাকিনার। তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো।  তবে সম্প্রতি সেই অশান্তি বড় আকার ধারণ করায় একটি বাড়ি ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করেন শাকিনা। অভিযোগ, তারপর থেকে শহীদ তাকে বেশ কয়েকবার খুনের চেষ্টা করেছিল। 

এদিন রুকসানা মেয়ে শাকিনাকে দোকানে কাজের জন্য নিয়ে গিয়েছিলেন। সেই সময় শাহিদের দের সঙ্গে দেখা হয় তাদের। এই নিয়ে যুবকের সঙ্গে তাদের বচসা বাঁধে । তার মধ্যেই পকেট থেকে ছুরি বের করে বৌ-শাশুড়ি দুজনকেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে শাহিদ। ঘটনায় দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এরপরেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলেন। ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে । আশঙ্কাজনক অবস্থায় তাদের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রুকসানাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি তার শাশুড়ি এবং বৌয়ের ওপর এ দিন দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির জেরে চড়াও হয়। 

ছুরির আঘাতে মৃত্যু হয় শাশুড়ির। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকে। ইতিমধ্যেই গোটা ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী। যুবককে গ্রেয়াফতার  করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে,  প্রকাশ্য দিবালোকে এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল 

বাংলার মুখ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.