বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sandeshkhali police: সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশ কর্তার বদলি, ইডি-র হানা থেকে এখনও পর্যন্ত বদল ৩

Sandeshkhali police: সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশ কর্তার বদলি, ইডি-র হানা থেকে এখনও পর্যন্ত বদল ৩

বাম নেতাদের বক্তব্য শুনছেন পুলিশকর্তা পাপিয়া সুলতানা

এ দিনও সন্দেশখালির নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাপিয়া সুলতানা। এদিন সিপিএম নেত্রী বৃন্দা কারাত সন্দেশখালি ঢুকতে চেষ্টা করেন। তখন তাঁকে আটকান পাপিয়া।

কিছুদিন আগেই বাড়ি বাড়ি গিয়ে নির্যাতিতাদের বয়ান নিয়েছিলেন সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশকর্তা পাপিয়া সুলতানা। মঙ্গলবার তাঁর বদলির নোটিশ এসেছে। তাঁকে বদলি করা হয়েছে বারাকপুর এক নম্বর ব্যটেলিয়ানের। তবে পুলিশের তরফে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি রুটিন বদলি। 

বর্তমানে এসপি হোমগার্ড পদে ছিলেন পাপিয়া সুলতানা। উত্তপ্ত সন্দেশখালিতে মহিলাদের নানা অভিযোগ সমানে আসে। রাজ্যপালের কাছেও নানা অভিযোগ আসে। নড়চড়ে বসে পুলিশ।  এসপি হোমগার্ড  বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের বয়ান নথিভুক্ত করেন। পুলিশের এই বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ও বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানা। তাঁর বলেন, বাড়ি বাড়ি গিয়ে পাপিয়া বয়ান সংগ্রহ করেছে। এই সময় চারটি অভিযোগ সামনে এসেছে। কোথাও কোনও নির্যাতনের অভিযোগ সামনে আসেনি। 

সন্দেশখালির নারী সুরক্ষায় ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়। ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত হয় এই কমিটি।

তবে এ দিনও সন্দেশখালির নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাপিয়া সুলতানা। এদিন সিপিএম নেত্রী বৃন্দা কারাত সন্দেশখালি ঢুকতে চেষ্টা করেন। তখন তাঁকে আটকান পাপিয়া

সন্দেশখালি যাওয়ার আগে ধামাখালি তে আটকানো হয় সিপিএম নেত্রী বৃন্দা কারাট সহ গণতান্ত্রিক মহিলা সমিতির  প্রতিনিধি দলকে। পরে সন্দেশখালি তে ঢোকার অনুমতি দেওয়া হয় বৃন্দা কারাট সহ গণতান্ত্রিক মহিলা সমিতির  প্রতিনিধি দলকে। 

সন্দেশখালির ঘটনা শুরুর পর থেকে এই তিন পুলিশ আধিকারিকের বদল হল। প্রসঙ্গত, ইডি আক্রান্ত হওয়ার পর পরই সরানো হয় বসিরহাট জেলার এসপি জেবি থমাসকে। ন্যাজোট থানার অন্তর্গত সন্দেশখালি বসিরহাট জেলা পুলিশের অধীনে। সরানো হয় বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকেও। সানন্দার জায়গায় দায়িত্ব দেওয়া হয় কৃষেন্দু ঘোষ দস্তিদারকে। এবার সরানো হল এসপি হোমগার্ড পদে থাকা পাপিয়া সুলতানাকে।

সন্দেশখালিতে শুভেন্দু

মঙ্গলবার সন্দেশখালি পৌঁছে মহিলাদের নানা অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অত্যাচারের নানা অভিযোগের কথা জানিয়েছেন মহিলারা। এদিনও তাঁরা শুন্দেু অধিকারীর কাছে বলেন, রাত্রিবেলা গ্রামে ঢুকে ভয় দেখানো হচ্ছে। তা প্রতিরোধে গ্রামবাসীদের একজোট হয়ে লড়াই করার পরামর্শ দেন তিনি। (বিস্তারিত পড়ুন। ‘রাতে বহিরাগত দেখলেই শাঁখ বাজান!’ নন্দীগ্রামের কৌশল সন্দেশখালিতে শেখালেন শুভেন্দু)

তৃণমূলের নিশানায় রেখা শর্মা

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হওয়ার আগে বিজেপির সদস্য ছিলেন রেখা শর্মা। তিনি তো ‘রাষ্ট্রপতি শাসন’ চাইবেনই। সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলার পর তাঁর  দাবিকে ‘পার্টিজান (দলীয় কর্মীর মতো) সুলভ’ বলে নিশনা করল তৃণমূল। (বিস্তারিত পডুন। 'BJP নেত্রী ছিলেন, ওনি তো ‘রাষ্ট্রপতি শাসন’ চাইবেনই', TMC-র নিশানায় রেখা শর্মা)

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.