বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu at Sandeshkhali: ‘রাতে বহিরাগত দেখলেই শাঁখ বাজান!’ নন্দীগ্রামের কৌশল সন্দেশখালিতে শেখালেন শুভেন্দু

Suvendu at Sandeshkhali: ‘রাতে বহিরাগত দেখলেই শাঁখ বাজান!’ নন্দীগ্রামের কৌশল সন্দেশখালিতে শেখালেন শুভেন্দু

গ্রামে বসে মহিলাদের কথা শুনছেন বিরোধী দলনেতা

আদালতে নির্দেশে বিজেপির কোনও নেতাকর্মী ছাড়া শুধুমাত্র শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষের সন্দেশখালি যাওয়ার অনুমতি পেয়েছেন। তাঁরা এ দিন সন্দেশখালির ৮ নম্বর মাঝের পাড়া যান।

মঙ্গলবার সন্দেশখালি পৌঁছে মহিলাদের নানা অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অত্যাচারের নানা অভিযোগের কথা জানিয়েছেন মহিলারা। এদিনও তাঁরা শুন্দেু অধিকারীর কাছে বলেন, রাত্রিবেলা গ্রামে ঢুকে ভয় দেখানো হচ্ছে। তা প্রতিরোধে গ্রামবাসীদের একজোট হয়ে লড়াই করার পরামর্শ দেন তিনি।  

আদালতে নির্দেশে বিজেপির কোনও নেতাকর্মী ছাড়া শুধুমাত্র শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষের সন্দেশখালি যাওয়ার অনুমতি পেয়েছেন। তাঁরা এ দিন সন্দেশখালির ৮ নম্বর মাঝের পাড়া যান। সেখানে বিনাপানি ক্লাবের মাঠ বসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেই সময় শুভেন্দু নন্দীগ্রামের অভিজ্ঞতা তুলে ধরনের তাঁদের কাছে। বিরোধী দলনেতা বলেন, ‘সন্ধ্যার পর কোনও বহিরাগতকে দেখলেই শাখ বাজাবেন। সেই অনুযায়ী সবাই সতর্ক হয়ে যাবেন। একজোট হয়ে লড়াই করবেন।’

পড়ুন। এক লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন রাজ্যপাল, চোপড়ার ঘটনায় বিএসএফের কাছে রিপোর্ট তলব

পাত্র পাড়ায় নির্যাতিতার বাড়িতে সিঁড়িতে বসেই মহিলাদের অভিযোগ শোনেন বিরোধী দলনেতা। নির্যাতিতার বলেন, ‘আমার বাড়িঘর সব ভেঙে দিয়েছে। ঘরের নীচ দিয়ে দেখার চেষ্টা করছিল’ আমি ঘরে আছে কিনা। আমি লুকিয়ে ছিলাম বাচ্চা নিয়ে। রাত সাড়ে এগারোটা না নাগাদ এসেছিল। দেখতে পেলে আমাকে মেরে ফেলত।’ 

সন্দেশখালির অপর এক মহিলা, বিজেপি কর্মী স্ত্রী জানান, রাতে পুলিশের পোশাক পরে কয়েকজন দুষ্কতী তার বাড়িতে ঢোকে সন্তানকে কোল থেকে ফেলে দেয়। বাড়িঘর ভাঙচূর করে। গ্রামের লোক ছুটে আসতেই তারা পালিয়ে যায়। গ্রামবাসীরা বাববার অভিযোগ করেন বহিরাগত এসে অত্যাচার চালাচ্ছ। তার পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা একজোট হয়ে লড়াইয়ের পরামর্শ দেন। 

ওই এলাকার বাসিন্দাদের কাছে শুভেন্দু জানতে চান, কতদিন তাঁরা ভোটে দিতে পারেননি। বাসিন্দারা বলেন, তাঁদের ভোট দিতে যেতে দেওয়াই হয় না। বাচ্চাদের স্কুল পাঠাতেও শঙ্কা বোধ করেছেন বলে শুভেন্দুকে জানান মহিলারা। বিরোধী দলনেতা তাঁদের বলেন, ‘আজকে থেকে বাচ্চাদের স্কুলে পাঠাও। কিছু হলে আমার দায়িত্ব।’

সন্তানদের সুরক্ষায় অন্যত্র স্কুলে ভর্তি করছেন বাবা-মা

অশান্ত সন্দেশখালির শান্ত হবে কবে সেটাই এখন প্রশ্। ক্ষোভ প্রশমনে সরকার শিবির করলেও বাসিন্দাদের দাবি অনুযায়ী শেখ শাহজাহান ধরা না পড়ে শান্ত হবে হবে না বাদাবন ঘেরা এই অঞ্চল। মানুষের ক্ষোভকে কাজে লাগাতে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। ফলে অভিভাবকরা আতঙ্কিত সন্তাদের ভবিষ্যৎ নিয়ে। 

এরকমই বেশ কয়েকজন অভিভাবক তাঁদের সন্তানকে নদী পার করে পাঠিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। সেখানে মহিষাদল ব্লকের নাটশাল- ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম হস্টেলে রেখে পড়াশুনা করানোর জন্য ভর্তি করেছেন। 

(পড়ুন। অশান্ত সন্দেশখালি, সন্তানদের সুরক্ষায় অন্যত্র স্কুলে ভর্তি করছেন বাবা-মা

বাংলার মুখ খবর

Latest News

ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের হুগলি লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার বদলেছে পছন্দ, এবার কে হবেন দিদি নম্বর ১ ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক নেটিজেনদের ট্রোলের ধুম, দ্বিতীয় সপ্তাহে একধাক্কায় কমল নয়ন রহস্যের হল সংখ্যা! আগামিকাল পরশুরাম দ্বাদশী, কীভাবে করবেন পুজো? কেন পালিত হয় জেনে নিন ধর্মীয় মহত্ব তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি IMDর, কোন কোন এলাকা গরমে ফুটবে? রইল আবহাওয়ার খবর মনমোহন সিং থেকে আদবানি, আর কারা এবার ‘ভোট ফ্রম হোম!’ মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত সুইমিং পুলের জলে ডুব দিয়ে কাছের মানুষকে দুহাতে জড়িয়ে শ্রাবন্তী, সামনে এল ছবি… পাখির চোখ T20 বিশ্বকাপ, ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন রোহিত, পান্ডিয়ারা

Latest IPL News

ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.