আগামী ৭ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে নন্দীগ্রামের জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি বাতিল হলেও সেদিন নন্দীগ্রামে হবে কর্মিসভা। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, ওই সভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী কবে যাবেন তা অবশ্য এখনও ঠিক হয়নি। আর এ কথা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দল বিজেপি।
মুখ্যমন্ত্রীর সভা বাতিল প্রসঙ্গে সোমবার শেখ সুফিয়ান বলেন, ‘৭ তারিখে মুখ্যমন্ত্রী সভা করবেন বলেছিলেন কিন্তু কিছু কারণবশত সেটা পিছিয়ে গিয়েছে। দিদি পরের তারিখ জানিয়ে দেবেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন জানুয়ারি মাসেই সভা করবেন নন্দীগ্রামে। আর সেটা হবে তেখালির মাঠে। সেদিন প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মানুষের জমায়েত হবে সেখানে। তিনটি মঞ্চ করা হবে বলে ঠিক করা হয়েছে।’
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী যাচ্ছে না শুনে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, ‘৮ তারিখ আমরা সভা ডেকেছিলাম সে কারণেই যাচ্ছেন না তিনি। অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে যাবে এবার। যা হবে কালীঘাটে হবে।’
সম্প্রতি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। এতদিন তৃণমূলের হয়ে ৭ জানুয়ারির শহিদ দিবস শুভেন্দুই পরিচালনা করতেন। কিন্তু এখন যেহেতু তিনি ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুলে গিয়েছেন তাই মুখ্যমন্ত্রী ঠিক করেন যে এবার তিনি হাজির থাকবেন শহিদ দিবসের অনুষ্ঠানে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাঁকে বার্তা দেওয়ারও পরিকল্পনা ছিল মমতার। কিন্তু আপাতত সেই সভা পিছিয়ে গিয়েছে। তবে ৮ তারিখ সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী–সহ অন্য বিজেপি নেতারা।