অনলাইল ক্লাসে তপশিলি জাতি ও উপজাতিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করায় গ্রেফতার হলেন এক অধ্যাপক। ধৃত নির্মল বেরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিল একাধিক আদিবাসী সংগঠন। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তাঁরই কলেজের এক শিক্ষিকা। এর পর তাঁকে সাসপেন্ড করেন সবং সজনীকান্ত কলেজের অধ্যক্ষ।
অভিযোগ, গত অক্টোবরে অনলাইল ক্লাস চলাকালীন তপশিলি জাতি ও উপজাতিকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেন নির্মলবাবু। এর পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এক শিক্ষিকা। ওদিকে অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারির দাবিতে কলেজ ঘেরাও শুরু করে আদিবাসীদের একটি সংগঠন।
গত ১৭ ডিসেম্বর অধ্যাপককে সাসপেন্ড করেন কলেজের অধ্যক্ষ। অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তাঁকে ফের আদালতে পেশ করতে হবে।