বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাঝরাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ঘেরাওমুক্ত হলেন উপাচার্য, হস্তক্ষেপ করল পুলিশ

মাঝরাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ঘেরাওমুক্ত হলেন উপাচার্য, হস্তক্ষেপ করল পুলিশ

উপাচার্য দীপককুমার রায়কে ঘেরাওমুক্ত করল পুলিশ।

রাত দেড়টা নাগাদ উপাচার্য অসুস্থবোধ করলে তাঁর ঘনিষ্ঠ মহলে জানান। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে উপাচার্যকে ঘেরাও থেকে মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের বাইরে বের করে দেওয়ার অনুরোধ করেন। তার পরই পুলিশ সক্রিয় হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরেন্দ্রনাথ গিরিকে এস্টেট অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাত ২টোর পর পুলিশের হস্তক্ষেপে ঘেরাও থেকে মুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার। মঙ্গলবার বিকেল থেকে টানা ১০ ঘণ্টার বেশি ঘেরাও করা হয় উপাচার্য, রেজিস্ট্রার, ফিনান্স অফিসার এবং সহকারী রেজিস্ট্রারকে। তবে এই আবহে অশিক্ষক কর্মীদের উপস্থিতি অন্যদিনের তুলনায় অনেকটাই কম ছিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঢুকে উপাচার্য দীপককুমার রায়কে ঘেরাও থেকে মুক্ত করে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা গিয়ে আন্দোলনকারী তৃণমূলপন্থী শিক্ষাকর্মীদের বুঝিয়ে উপাচার্যকে ঘর থেকে বের করে তাঁর গাড়িতে তোলেন। উপাচার্যকে সরকারি আবাসনে নিয়ে যান।

এদিকে উপাচার্য দীপককুমার রায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা, বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়ের এস্টেট কমিটি ভেঙে দেওয়ার অভিযোগ–সহ নানা দাবিতে অবস্থান ও বিক্ষোভ শুরু করেন তৃণমূলপন্থী শিক্ষাকর্মীরা। আবার স্টেট এডেড কলেজ টিচার্স আইনে আর্থিক সুবিধার দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে একই সময়ে অবস্থান–বিক্ষোভে বসে পড়েন বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক ও শিক্ষিকারা। এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায় বলেন, ‘‌এস্টেট কমিটির বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটে এস্টেট কমিটির কোনও উল্লেখ নেই। তৎকালীন উপাচার্য কেন এস্টেট কমিটি গঠন করেছিলেন সেটা তিনিই বলতে পারবেন। আমি উপাচার্যের চেয়ারে বসেই দেখলাম, এস্টেট কমিটি যদি থাকে তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট বিরোধী কাজ হবে। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে একজনকে এস্টেটের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ উপাচার্য অসুস্থবোধ করলে তাঁর ঘনিষ্ঠ মহলে জানান। তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে উপাচার্যকে ঘেরাও থেকে মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের বাইরে বের করে দেওয়ার অনুরোধ করেন। তার পরই পুলিশ সক্রিয় হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরেন্দ্রনাথ গিরিকে এস্টেট অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যখন কলেজ ছিল তখন অধ্যাপক গিরি কলেজের এস্টেট অফিসার ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী শিক্ষাকর্মী সংগঠনের নেতা তথা রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি তপন নাগের দাবি, তাঁরা উপাচার্যকে আটকে রাখেননি। তপনবাবু বলেন, ‘‌উপাচার্য দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিজেপির হয়ে কাজ করছেন। বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়ের এস্টেট কমিটি ভেঙে দেন। ওই কমিটির মাথায় বিজেপিপন্থী এক শিক্ষককে বসান। কমিটিতে শিক্ষাকর্মীদের রাখা হয়নি। প্রতিবাদে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অবস্থান–বিক্ষোভ করেছি।’‌

আরও পড়ুন:‌ রাজ্যে আবার এক রাস্তার রং নীল–সাদা, আধুনিক এই পথ দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন

এছাড়া রাত ১২টার পর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য, রেজিস্ট্রার, ফিনান্স অফিসার এবং সহকারী রেজিস্ট্রার। কিন্তু মাঝরাতের ওই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। তাই রাত ২টো নাগাদ রেজিস্ট্রারকে প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দেন উপাচার্য। আর তখনই খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। হাজির হন একজন সাব–ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। তাঁর নেতৃত্বে পুলিশ পৌঁছয় বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণে আন্দোলনকারীদের ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার বৈঠকে বসার সিদ্ধান্ত জানান উপাচার্য।

বাংলার মুখ খবর

Latest News

আমেরিকা, ইজরায়েল আর ভারত…., পাকিস্তানকে নিয়ে হুঁশিয়ারি শাহের, দিলেন কড়া বার্তা 'হিরোইন হতে টাকা চুরি করেছিল' মুসকান, সৌরভ খুনে কি সাহিলের ব্ল্যাক ম্যাজিক যোগ? হাসপাতালের কাছে মৃত্যু, রাস্তায় মায়ের দেহ নিয়ে বসে নাবালিকা,পয়সা নেই-গাড়ি নেই IPL 2025 শুরুর আগে দেখুন সঞ্জুর নেতৃত্বাধীন রাজস্থানের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি সহকর্মীকে বিয়ে করলে কী কী সুবিধা? চমকে দেওয়া তালিকা হাজির করলেন যুবক অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল স্ট্রেস কমাতে কী কী এক্সারসাইজ করা উচিত? রাতে এই কাজটাও করুন, টিপস মনোবিদের হরিদ্বারে গঙ্গা আরতি, সকলে সমস্বরে বলেন হর হর গঙ্গে, হর হর মহাদেব, আর…: অঙ্কিতা IPL 2025-এ KKR-এ কিছু বদল হয়েছে, তাদের একাদশ কী হবে? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কারা? 'দলে গদ্দার রয়েছে…'জেল থেকে ফিরে বললেন শান্তনু, মালা পরিয়ে বরণ, তৃণমূলে ফিরবেন?

IPL 2025 News in Bangla

IPL 2025 শুরুর আগে দেখুন সঞ্জুর নেতৃত্বাধীন রাজস্থানের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল ইডেনে তারকা খচিত IPL-এর উদ্বোধন,কলকাতার হাত ধরে মুখোমুখি হবেন শাহরুখ-প্রিয়াঙ্কা? ‘বাদশাময়’ কলকাতায় এলেন শাহরুখ!IPL-র বোধনে ইডেনে কখন কে পারফর্ম করবেন? রইল তালিকা ইডেনের পিচে কোহলি ঝড় উঠবে,নাকি তান্ডব চালাবেন বরুণরা?প্রথমে ব্যাটিং নাকি বোলিং? লালার ব্যবহারে খুব বেশি পার্থক্য হবে না… শামি-সিরাজের উল্টো দাবি KKR স্পিনারের কোহলির ব্যাটিং দেখে অনুশীলন ভুললেন রাসেল-বরুণরা,মেপে রাখলেন RCB-র সেরা অস্ত্রকে? 'বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে', রামনবমীতে ইডেনের ম্যাচ সরছে না? ধন্দ বাড়াল পুলিশ RCB-র বিরুদ্ধে রেকর্ড ভালো,IPL 2025-এও একই ধারা বজায় থাকবে?কী বললেন KKR-এর বরুণ? IPL 2025-এর আগেই বড় ধাক্কা খেল DC, প্রথম দুই ম্যাচে হয়তো পাওয়া যাবে না রাহুলকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.