পঞ্চায়েত নির্বাচনের প্রচার যখন মধ্যগগনে তখন রাজ্যে উদ্ধার হল আরও এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দীপক সামন্ত (৩৪)। পরিবারের দাবি, দীপকবাবুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। যদিও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, আত্মঘাতী হয়েছেন ওই বিজেপি কর্মী।
বৃহস্পতিবার দুপুরে সবংয়ের বলপাইয়ের পানিঘর এলাকা থেকে উদ্ধার হয় দীপকবাবুর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, কয়েকদিন আগে বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন দলের বুথ সভাপতি দীপকবাবু। তখন তাঁকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল নেতারা। তারাই খুন করেছে দীপকবাবুকে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর চাষের জমি দখল করে নেয় তৃণমূল। যার ফলে চাষ করতে পারছিলেন না তিনি। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। তার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে।
বলে রাখি, রাজ্যে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ঝুলন্ত দেহ উদ্ধারে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। কিন্তু কোনও ঘটনাতেই তৃণমূলের কোনও যোগ খুঁজে পায়নি পুলিশ।