স্কুলের পথে ফের দুর্ঘটনার শিকার ছাত্র। ট্যাক্সির ধাক্কা ফাটল মাথা। কেটে গিয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার সকালে হরিদেবপুর কালীতলা এলাকার ঘটনা। স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কা দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র ছিটকে পড়ে।
জানা গিয়েছে, হরিদেবপুরের শ্রী সত্য বালবিহার স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র মঙ্গলবার সকালে পরিবারের সদস্যের হাত ধরে স্কুলে যাচ্ছিল। পরনে ছিল স্কুল ইউনিফর্ম। পথে হঠাৎ একটি ট্যাক্সি পিছন থেকে ছাত্রটিকে ধাক্কা মারে। রাস্তার পাশে ছিটকে পড়ে সে। তার মাথায় ও দেহের একাংশে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত ছাত্রটিকে প্রথমে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে।
গত শুক্রবার এরকমই এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বেহালার বড়িশা হাই স্কুলের ছাত্র সৌরনীল ঘোষের। তার পর অভিভাবকদের রোষে জ্বলে পুলিশের গাড়ি, মোটরবাইক। সেই ঘটনার পর বেহালা চৌরাস্তা ও বড়িশা হাই স্কুলের সামনের ট্রাফিক ব্যবস্থা আমূল বদলে গিয়েছে। তবে শহরের অন্যত্র স্কুলের সময়ে ট্রাফিকের অব্যবস্থার ছবি যে বদলায়নি তার প্রমাণ হল মঙ্গলবারের দুর্ঘটনায়। বেহালা দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে স্কুলগুলির সামনে যান নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ আরোপের দাবিতে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।