রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির জনসভায় তিনি দাবি করেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ১ দফায়। যার জেরে ব্যাপক রক্তপাতের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পঞ্চায়েত ভোট ঘোষণা করবে ২ মে। সব খবর থাকে আমার কাছে। ১ দফায় ভোট করাবে। পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে। ১ দিনে ভোট। যাতে রক্তগঙ্গা বয়ে যায় বাংলায়। যাতে শত শত মানুষ মারা যায়। এই ব্যবস্থা করছে অত্যাচারী অহঙ্কারী ভাইপোর একমাত্র পিসি’।
রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কিন্তু শুভেন্দুর আবেদনে সাড়া দেয়নি আদালত। এর পর শুভেন্দুবাবু বলেছিলেন, ফের তিনি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে যাবেন। কিন্তু এখনও তেমন কোনও পদক্ষেপ করেননি তিনি।
আদালতের নির্দেশে হনুমান জয়ন্তীতে রাজ্যে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পর আর তেমন কোনও হিংসার খবর পাওয়া যায়নি। এর পরই নতুন উদ্যমে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, একের পর এক মামলায় যে ভাবে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য পুলিশ তাতে সাধারণ মানুষের আর তাদের ওপর ভরসা নেই। তাই রাজ্যের পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ও অবাধ পঞ্চায়েত নির্বাচন প্রায় অসম্ভব। রাজ্যে শান্তিপূর্ণ ভোটের করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অনিবার্য।