পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে দড়িটানাটানি শেষ হতে না হতেই উত্তর ২৪ পরগনায় বাজ পড়ল তৃণমূলের মাথায়। উপ পুরপ্রধানের দিকে অভিযোগের আঙুল তুলে একযোগে পদত্যাগ করলেন টাকি পুরসভার তৃণমূলের ৫ জন কাউন্সিলর। এর ফলে ১৬ আসনের টাকি পুরসভায় তৃণমূলের শক্তি কমে দাঁড়াল ৯।
মঙ্গলবার বিধানসভা গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগপত্র জমা দেন টাকি পুরসভার ৫ তৃণমূলি কাউন্সিলর। তাঁরা মহকুমাশাসকেও ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। পদত্যাগীদের অভিযোগ, পুরসভার উপ পুরপ্রধান ফারুক গাজি নানা ভাবে তাদের অসহযোগিতা করছেন। কাজ করতে দিচ্ছেন না। এমনকী প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে।
পুরভোটে টাকি পুরসভার ১৬টি আসনের মধ্যে ১৪টি পেয়েছিল তৃণমূল। ২টি আসন পেয়েছিল বিজেপি। ৫ কাউন্সিলরের দলত্যাগের ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা কমে হল ৯। দলত্যাগী কাউন্সিলররা বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা চলছে। তবে এব্যাপারে মুখ খোলেননি তাঁরা কেউ।
গত কয়েক মাসে রাজ্যে একাধিক পুরসভায় পুরপ্রধানদের পদত্যাগের ঘটনা ঘটেছে। ফালাকাটা, সিউড়ির মতো একাধিক পুরসভার তৃণমূল পুরপ্রধানরা পদত্যাগ করেছেন। তবে একসঙ্গে এতজন কাউন্সিলরের পদত্যাগের ঘটনা এই প্রথম। লোকসভা ভোটের আগে এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব কোনও পদক্ষেপ করে কি না এখন সেদিকে তাকিয়ে সবাই।