বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ অক্ষয়ের শেষ ছবি ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’। তবে সেই নিয়ে চিন্তিত নন বলিউডের খিলাড়ি কুমার, বরং কোমর বেঁধে আগামির প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হল জলি এলএলবি ৩-র শ্যুটিং। এই ছবির সুবাদে একজোট হচ্ছেন দুই জলি অর্থাৎ ‘জলি এলএলবি’তে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে। আরও পড়ুন-রান্নাঘরে রোম্যান্স নতুন বাবা-মা গৌরব-ঋদ্ধিমার, বন্ধ হচ্ছে ঘরে ঘরে জি বাংলা?
হিন্দুস্তান টাইমসের কাছে আগেই খবর এসে পৌঁছেছিল, সেই মতো এদিন শ্যুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেললেন অক্ষয়। আজমীরে দু-দিন আগে এই কোর্টরুম ড্রামার শ্যুটিং শুরু করেছিলেন আরশাদ, ২রা মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শ্যুটিংয়ে যোগ দিলেন অক্ষয় কুমার। এদিন ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন আক্কি। শুরুতেই দেখা মিলল জগদীশ ত্যাগী ওরফে জলি এলএলবি আরশাদ ওয়ারসির। তাঁকে বলতে শোনা গেল, ‘জলি এলএলবি ডুপ্লিকেট থেকে সাবধান’। এরপরই উকিলের কালো কোর্ট গায়ে চাপিয়ে ধরা দিলেন অক্ষয়।
তাঁকেও অকপটে বলতে শোনা গেল, ‘জগদীশ্বর মিশ্রা,বিএ এলএলবি… অরিজিন্যাল জলি, লখনউওয়ালে’। এরপর ক্যামেরায় ভেসে এল দুই জলির উলটো দিকে থাকা বিচারক সৌরভ শুক্লার মুখ। তাঁর হাতে প্ল্যাকার্ড, সেখানে বড় বড় হরফে লেখা, ‘জলি এলএলবি ৩-র শ্যুটিং শুরু’।
ভিডিয়োর বিবরণীতে অক্ষয় লিখেছেন, ‘অরিজিন্যাল কে আর ডুপ্লিকেট কে, এটা তো জানা নেই। তবে এই সফরটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দে ভরা হবে। আমার সঙ্গে থাকুন, জয় মহাকাল’।
জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইসি। ছবির প্রথম কিস্তিতে নামভূমিকায় দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একইসঙ্গে দুজনকে দেখা যাবে, যা সত্যি আগে কখনও ঘটেনি। ছবির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘এটি একটি খুব অনন্য ধারণা, যেখানে ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রের নায়ক, সম্পূর্ণ নতুন একটি চলচ্চিত্রের জন্য দ্বিতীয় কিস্তির নায়কের সাথে হাত মেলাচ্ছেন। উভয় অভিনেতা পরস্পরকে সহযোগিতা করতে খুব উচ্ছ্বসিত’।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল জলিএলএলবি ২, অক্ষয়-সৌরভের পাশাপাশি ছবিতে দেখা মিলেছিল হুমা কুরেশির। ২০২৪ সাল জুড়েও বেজায় ব্যস্ত অক্ষয়। মুক্তি পাবে আক্কি অভিনীত খেল খেল মে এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল।