প্রকাশ্য জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার ফলেই বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন সাংসদ। বকেয়া টাকা আটকে রাখা, সিবিআই–ইডি’র অপব্যবহার নিয়ে প্রকাশ্যে সরব হলেন অভিষেক। তিনি জানান, তাঁদের ভদ্রতাকে দুর্বলতা ভাবছে কেন্দ্রীয় সরকার। কিন্তু দিল্লি স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের। বকেয়া টাকা ছিনিয়ে আনা হবেই দিল্লি থেকে।
আজ, শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে দলীয় কর্মীদের বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন পরিকল্পনা এখান থেকেই ঘোষণা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন হুঙ্কার দেন, ‘আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ১১ লক্ষ ৩৬ হাজারের লিস্ট যা রাজ্য কেন্দ্রকে পাঠিয়েছে, একটাও যদি দুর্নীতি হয় তাহলে তোমাদের টাকা দিতে হবে না। রাস্তার টাকা আটকে রেখেছে। বাচ্চা ক্রেসের কথা আপনারা বলেছিলেন। স্বাস্থ্য কেন্দ্রের কথা বলেছিলেন। গত দু’দিন আগে শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যেই ৭১টি ক্রেস ও ৪২ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাজ চলছে। পুজোর মধ্যে সব কাজ হয়ে যাবে। দরকার হলে ১০০ দিনের এই ভাইবোনদের দিল্লি নিয়ে যাব। তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করব। তবে হকের টাকা ছিনিয়ে আনব।’
আলিপুরদুয়ারের মাটি থেকে নয়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গোটা রাজ্যের দলের নেতা–কর্মীদের ১০০ দিনের কাজ করেও বঞ্চিতদের তালিকা তৈরি করার পাশাপাশি তাঁদের দিয়ে চিঠি লিখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গ্রামোন্নয়ন মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেসের বুথ–অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতিদের বলছি, যাঁরা এই বক্তব্য শুনছেন, তাঁদেরকেও অনুরোধ করছি, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। সেই তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান। আমরা এক বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি। আর নয়, এক মাসের মধ্যে ১ কোটি সই প্রয়োজন। একমাসের মধ্যে টাকা না ছাড়লে দিল্লি স্তব্ধ করে দেব।’
আর কী বলেছেন অভিষেক? পয়লা বৈশাখের ঠিক পরের দিন, ১৬ এপ্রিল থেকে এই সমস্ত বঞ্চিত মানুষের কাছে পৌঁছতে হবে বলে কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। সই সংগ্রহ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে ১ কোটি চিঠি লেখার কথা বলেন তিনি। দিল্লিতে তা পৌঁছে দেবেন তিনি। নয়া পরিকল্পনা ছকে অভিষেক বলেন, ‘বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি লিখে বলছে মানুষের অধিকারের টাকা বন্ধ করে দাও। অধিকারের টাকা তখন বন্ধ করে যখন আপনাকে দুর্বল ভাবে। আপনাদের ভাতে মারছে ওরা। এই জেলা থেকে ৪ লক্ষ সই আমার চাই। একমাস পর চিঠিগুলি আমার প্রতিনিধি গিয়ে আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে। এরপর আমি ১ কোটি চিঠি নিয়ে দিল্লিতে যাব। দেখব কেন্দ্র সরকার এরপরও দরজা বন্ধ করে থাকতে পারে কি না। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব ক্ষমতা থাকলে ১০০ দিনের কাজের দুর্নীতির সিবিআই তদন্ত করুন। যাঁরা দোষী প্রমাণিত হবে গলা ধরে জেলে ঢোকান। তবে সাধারণ মানুষের টাকা ছাড়ুন।’