বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ৬ মাসের মধ্যে দিতে হবে রিপোর্ট

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ৬ মাসের মধ্যে দিতে হবে রিপোর্ট

মহুয়া মৈত্র (PTI)

লোকসভা নির্বাচনের প্রাক্কালে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই মামলায় সর্বোচ্চ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দেয় লোকসভার সচিবালয়। গত ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়।

তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা মামলায় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল লোকপাল। ২০ (৩) (এ) ধারায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী আগামী ছয় মাসের মধ্যে মহুয়া মৈত্রের মামলায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে। আর এবারের কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয়েছে লোকপালের নির্দেশিকায়। লোকপালের তিন বিচারপতি অভিলাষা কুমারী, অর্চনা রামাসুন্দরম এবং মহেন্দ্র সিং এই অভিযোগকে ‘‌গুরুতর’‌ বলে আখ্যা দিয়েছেন। যা এখন চর্চার বিষয়।

এদিকে লোকপাল যে নির্দেশিকা দিয়েছে তাতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার উল্লেখ করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে, ‘আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি, ২০(৩এ) ধারার অধীনে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত করতে। এই নির্দেশ দেওয়ার তারিখ থেকে আগামী ৬ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে সিবিআই প্রত্যেক মাসে তদন্তের অগ্রগতির বিষয়ে পর পর রিপোর্ট জমা করবে।’‌ ২০২৩ সালে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে। বাংলার তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ ওঠে তিনি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন। এই নিয়ে লোকসভার এথিক্স কমিটির কাছে নালিশ ঠোকেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

অন্যদিকে এথিক্স কমিটির তদন্তের নামে মহুয়াকে হেনস্থা করে বলে অভিযোগ। তাঁকে অভিযুক্ত দাগিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে সংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে লোকসভার লগ ইন আইডি এবং পাসপোর্ট অন্য ব্যক্তির কাছে শেয়ার করার অভিযোগ তোলা হয়। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে সরাসরি আঙুল তোলে বিজেপি। তবে মহুয়া টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও মহুয়ার উপরই ভরসা রেখেছেন। কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবারও তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী। আর মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই নানা অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান। গত ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‌ চলতি বছরের বড়দিনের আগে ছুটবে সেক্টর ফাইভ–হাওড়া ময়দান মেট্রো, কাটছে জট

এছাড়া সংসদ থেকে বহিষ্কার হওয়ার পর রণংদেহী মেজাজে তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেত্রী বলেছিলেন, ‘‌আমি এটার শেষ দেখে তবে ছাড়ব।’‌ লোকসভা নির্বাচনের প্রাক্কালে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই মামলায় সর্বোচ্চ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দেয় লোকসভার সচিবালয়। সুপ্রিম কোর্টের নোটিশের জবাবে গত ১২ মার্চ লোকসভার সচিবালয় জানিয়েছে, সংবিধানের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কাজে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না।

বাংলার মুখ খবর

Latest News

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইগা শিয়নটেক, মুখোমুখি হবেন ম্যাডিসনের বলিউড-টলিউড নয়, এই ৬ হলিউডের তারকা নতুন বছরে হলেন মিঙ্গল IPL-এ রেকর্ড অর্থ পাওয়া পন্তের ভারতীয় দলে জায়গা পাওয়া কঠিন, ইঙ্গিত দিলেন সূর্য হরগৌরী শেষ হতেই ঘিরে ধরেছে শূন্যতা! সময় কাটাতে রাস্তায় গান গাইলেন শুভস্মিতা খারাপ সময় কে পাশে আছে, সেটা বোঝাই কঠিন! টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে বিস্ফোরক শামি সোদপুরে আত্মঘাতী অশীতিপর বৃদ্ধ, অত্যাচারের অভিযোগ ছেলে–বৌমার বিরুদ্ধে অস্ত্র, গুলি, লক্ষ-লক্ষ টাকা নিয়ে অনুপ্রবেশ, ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি কামারহাটিতে হেলে পড়া বহুতলের মালিকের বিরুদ্ধে FIR, পুরপ্রধান বললেন… পেটের ঝামেলা থেকে নিমেষে মুক্তি দেয় জোয়ানের রুটি, রয়েছে আরও উপকার চিৎকার করা সঞ্জয় জেলে গিয়ে একেবারে চুপচাপ! শান্ত, কাজ করতে হবে এবার

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.