পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। তা নিয়ে বিভিন্ন জেলায় অশান্তির ছবি ধরা পড়েছে। এরইমধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে নবজোয়ার কর্মসূচি করবেন অভিষেক । তার আগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযোগ উঠেছে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে বসিরহাটের ন্যাজাটের সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালীনগরে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে পার্টি অফিস। খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরাই তরিঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় দমকলে।
পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের অগ্নিকাণ্ডের জেরে তৃণমূলের নথিপত্র, কালিনগর গ্রাম পঞ্চায়েতে ও সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি তৃণমূল পার্টি অফিসের আসবাবপত্র, আলমারিও পুড়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তুলেছে তৃণমূল।
খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। তিনি অভিযোগ করেছেন, বিজেপি এবং সিপিএম এই কাজ করেছে। তিনি দাবি করেন পরিকল্পনা করে বিরোধীরা আগুন লাগিয়েছে। তৃণমূলের তরফে এই ঘটনায় ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও বিরোধীরা আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুধুমাত্র বিরোধীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বেঁধেছে তাই নয়, একাধিক জায়গাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিশেষ করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। এছাড়াও কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ উঠেছে।