বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Udayan Guha: ‘CBI, ED বাপের বেটা হলে অমিত শাহ এবং নিশীথকে গ্রেফতার করে দেখাক’, বিস্ফোরক উদয়ন

Udayan Guha: ‘CBI, ED বাপের বেটা হলে অমিত শাহ এবং নিশীথকে গ্রেফতার করে দেখাক’, বিস্ফোরক উদয়ন

উদয়ন গুহ। নিজস্ব ছবি

তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কর্মী সম্মেলনে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে তিনি গরু পাচারের জন্য কেন বিজেপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে পাচার হওয়া গরু বাংলার নয় বলেও দাবি করেন মন্ত্রী।

আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সীমান্তে গরু পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে সরব হয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘সিবিআই ইডি বাপের বেটা হলে অমিত শাহ এবং নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে দেখাক।’

রবিবার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কর্মী সম্মেলনে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে তিনি গরু পাচারের জন্য কেন বিজেপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে পাচার হওয়া গরু বাংলার নয় বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল গরু পাচারকাণ্ডে ধরা পড়েছেন। ওই গরুগুলি কোথাকার গরু? উঁচু উঁচু গরু, লম্বা লম্বা সিং! ওই সমস্ত গরু বাংলার নয়, সেগুলি বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে এসেছে। ওই সমস্ত গরু হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে প্লেনে করে অনুব্রতর বাড়ি আসিনি। ওই গরু আসে ট্রাকে করে। সেই ট্রাক যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে আসে সেগুলি অধিকাংশ বিজেপি শাসিত। তাহলে কোথাও বিজেপির নেতা মন্ত্রী গ্রেফতার হচ্ছে না। আর এখানে অনুব্রত মণ্ডলকে গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হচ্ছে কেন?’ এই গ্রেফতারের কারণ ব্যাখ্যা করে উদয়নের বক্তব্য, অনুব্রত বিজেপিকে বীরভূমে ঢুকতে দেয়নি, বশ্যতা স্বীকার করেনি। সেই ক্ষোভে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এরপরে শিক্ষা দফতরের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘গরু পাচার মামলায় যদি অনুব্রত মণ্ডলকে ইডি এবং সিবিআই গ্রেফতার করে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতার করুক ইডি, সিবিআই। যদি বাপের বেটা হয় তাহলে গ্রেফতার করে দেখাক।’

এছাড়াও, মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে সাধারণ মানুষকে সতর্ক করেন। বিজেপি ভোট চাইতে আসলে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান দেন। তিনি বলেন, ‘যারা তেলের দাম, নুনের দাম এবং খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে রান্না ঘরে আগুন লাগিয়েছেন তাদের সম্পর্কে সচেতন থাকুন। ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকুন। এবার বড় ফুলে ভোট চাইতে আসলে তাদের বলুন তোমাদের জন্য আর ভোট নয়, এই ঝাঁটা তৈরি রয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন