দিনে দুপুরে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। শুক্রবার বেলা ১টা নাগাদ একদল দুষ্কৃতী শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন একটি গয়নার দোকানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত শহরবাসী। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনাকে কেন্দ্র করে চৈত্র সংক্রান্তিতে রায়গঞ্জ শহরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
দিনের আলোয় প্রকাশ্যে শহরের একটি গয়নার দোকানে ঢুকে লুঠপাট চালানোর অভিযোগ উঠলো একদল দুস্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বেসরকারি জুয়েলারি দোকানটিতে প্রতিদিনের মতোই এদিনেও দোকানে কাজ করছিলেন কর্মচারীরা। নববর্ষের আগে দোকানে ভিড় জমছিল ক্রেতাদেরও। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী দোকানের ভেতর প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালাতে থাকে বলে অভিযোগ। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মচারী ও ক্রেতারা। বেশ কয়েক মিনিট লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা দোকানের বাইরে বেরিয়ে এসে বোমাবাজি ও গুলি চালাতে থাকে বলে অভিযোগ। পরবর্তীতে বোমাবাজি করতে করতেই দুষ্কৃতীদল এলাকা ছেড়ে চম্পট দেয়। দিনের আলোয় অতর্কিতে এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক হয়ে পড়েন সকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তড়িৎ লাহিড়ী , চেম্বার অফ কমার্সের সম্পাদক শংকর কুণ্ডুসহ অন্যান্যরা। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। দিনের বেলায় এমন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সমগ্র শহর জুড়ে। আসে পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।