লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা তত দুর্নীতি অস্ত্রে শান দিচ্ছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন, কয়লা, নিয়োগ এবং পুরসভা নিয়ে নানা কথা তুলে ধরা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া একজনও শাস্তি ঘোষণা হয়নি। আটকে রাখা হয়েছে জেলে। সরকারি পরিষেবা প্রদান করার কাজ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার নানা কথা তুলে ধরেন বিরোধীরা। এবার দলের নেতা–কর্মীদের দুর্নীতি ঠেকাতে সাধারণ মানুষের উপরই দায়িত্ব তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আসলে মানুষই গণদেবতা। ভোট দেন তাঁকে। তিনি জননেত্রী। তাই মানুষের সাহায্য চাইলেন।
এদিকে আজ বুধবার বর্ধমানে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের নানা প্রকল্প এবং সরকারি পরিষেবা পেতে গিয়ে প্ররোচনার ফাঁদে পড়তে হচ্ছে জনগণকে বলে অভিযোগ পেয়েছেন বাংলার নেত্রী। তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের পকেটে টাকা গুঁজে না দিয়ে পরিষেবা মিলছে না। বরং অনেকেই বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠে এসেছে। এবার সেই রোগের নতুন ওষুধ বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ পয়সা চায়, ধরে দুটো থাপ্পড় দিন। থানায় গিয়ে একটা ডায়েরি করুন।’
অন্যদিকে টাকা নিয়ে পরিষেবা বা সরকারি প্রকল্প যে পাইয়ে দেওয়া যাবে না সেটা তিনি পরিষ্কার করে দেন। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘স্থানীয় স্তরে কেউ কেউ ভুল ত্রুটি করতে পারে, সেই সমস্যা দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে সরকারি আধিকারিকরা যাবেন, এখনও কেউ বঞ্চিত হয়ে থাকলে, নাম লেখান। আমরা পুরোটা দেখে নেব।’ পথশ্রী প্রকল্প তৈরি রাস্তা নিয়েও তাঁর কাছে অভিযোগ জমা পড়েছে। এই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বড় বড় মালবাহী গাড়ি গ্রামীণ রাস্তায় উঠতে দিই না। যদি কেউ টাকা খেয়ে সেটাকে অনুমোদন দেয়, তাহলে হাতেনাতে ধরুন। আর ডায়েরি করুন।’
আরও পড়ুন: ‘কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়’, বিস্ফোরক ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
এছাড়া সকলকে তিনি আশ্বস্ত করেন সরকারি প্রকল্প পেতে অসুবিধা হবে না। কোনও অসুবিধা হলে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন। আর তাঁরাই সেই কাজ হাসিমুখে করে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। অনেকেই হাত তুলে জানান তাঁরা সরকারি প্রকল্প পাচ্ছেন। তবে পাচ্ছেন না বলেও অভিযোগ আছে। যা জমা পড়েছে সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করে। তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রবল জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় স্তরের এই দুর্নীতি ঠেকাতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে বলেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।