বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Winter Temperature Update: দার্জিলিঙে পারদ নামল ২.৬ ডিগ্রিতে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বভাবিকের ৬ ঘর নীচে

WB Winter Temperature Update: দার্জিলিঙে পারদ নামল ২.৬ ডিগ্রিতে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বভাবিকের ৬ ঘর নীচে

দার্জিলিং শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। 

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিক।

মেঘলা আকাশে শীতের আমাজে কিছুটা ছেদ পড়েছে ঠিকই। তবে ঠান্ডা উধাও হয়নি। বরং দিনের বেলায় কলকাতা সহ বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থেকেছে। রাতে বরং পারদ স্বভাবিকের আশেপাশে ঘোরাফেরা করেছে। গতকাল আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, গতকাল অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। (আরও পড়ুন: জারি থাকবে মেঘের আনাগোনা, নয়া সপ্তাহে কেমন ঠান্ডা পড়বে কলকাতায়? বৃষ্টি কি হবে?)

এদিকে গতকাল কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলিগুড়িতে গতকাল সর্বনিম্ন তামাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিঙে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিকে গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কোচবিহারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিক ছিল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্নবিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিক।

সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক'দিন। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এরপরে আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পগরনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি। তবে এই দু'দিন উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অবশ্য এই জেলাগুলির কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। অপরদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না। তবে বিভিন্ন জায়গা ঘন কুয়াশায় ঢাকতে পার।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, লক্ষ্মীপুজো থেকে বৃষ্টি বাড়বে! এখন কোন জেলায় হবে? ‘‌হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না’‌ কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা বন্ধ চা–বাগানগুলিও মেতে উঠল দুর্গাপুজোয়, রাজ্যের অনুদানে উৎসবে ফেরেন শ্রমিকরা ‘‌সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী....‌’‌ আরতি করতে গিয়ে কাঁদলেন কল্যাণ হাতে মাত্র দু'দিন! কলকাতার এই সেরা ১০ পুজো না দেখা হলে ঘুরে আসুন চটজলদি ১৭ অক্টোবর সূর্য প্রবেশ করবে তুলায়, ৩ রাশির ভাগ্য চমকাবে, খুলবে উন্নতির দ্বার ফিজিওকে বললাম আমি নাটক করছি: T20 WC 2024 ফাইনালে কেন মিথ্যে বলেছিলেন ঋষভ পন্ত? নবমীতে নতুন লুকে এমএস ধোনি! মাহি ভক্তদের কাছে এ যেন দূর্গা পূজার বিশেষ উপহার আরজি কর নিয়ে চুপ, প্রথমবার হেলিকপ্টার চড়ার অভিজ্ঞতা ভাগ করতেই ট্রোল্ড ইমন! জন্মদিনে আমিরের সামনেই চোখে জল বিগ বি-র, কী এমন ঘটল কেবিসির মঞ্চে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.