বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেন্দ্রীয় টিমের সঙ্গে আমরাও থাকব,নদিয়ায় গাড়ি আটকে আবদার BJP নেতার

কেন্দ্রীয় টিমের সঙ্গে আমরাও থাকব,নদিয়ায় গাড়ি আটকে আবদার BJP নেতার

কেন্দ্রীয় টিমের গাড়ি আটকে দেন বিজেপি নেতৃত্ব।

কেন্দ্রীয় টিমের মিড ডে মিল পরিদর্শন প্রসঙ্গে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানিয়েছেন, কেন্দ্রীয় টিম কোথায় যাবেন সেটা কেন আগাম জানিয়ে দেওয়া হচ্ছে? আমরা চিঠি দিয়ে জানিয়েছি কেন্দ্রীয় বাজেটে বাজারদর অনুসারে বরাদ্দ রাখতে হবে।

মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরছেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। একের পর এক গ্রামে যাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় প্রকল্পের কাজের টাকা খরচ নিয়েও খোঁজখবর নিচ্ছেন তাঁরা। যাচ্ছেন পঞ্চায়েত অফিসেও। আর নদিয়ার হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙা ১ গ্রাম পঞ্চায়েতের সামনে কেন্দ্রীয় প্রতিনিধিদলের গাড়ি আটকে দেন বিজেপির নেতা কর্মীরা। তাঁরা কেন্দ্রীয় টিমের কাছে নানা বিষয়ে অভিযোগ জানাতে চান। তবে গাড়ি থেকে টিমের সদস্যরা কেউ নামেননি। তবে বিজেপি নেতার আবদার, কেন্দ্রীয় টিমের সঙ্গে বিজেপির লোকজনকেও রাখতে হবে। কারণ স্থানীয় প্রশাসনের উপর তাদের ভরসা নেই। ঠিক কী হয়েছিল এদিনের ঘটনাটি?

এদিন পঞ্চায়েত অফিসের সামনে কেন্দ্রীয় টিমের গাড়ি আসতেই ঘিরে ধরেন বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি, পঞ্চায়েতের সেক্রেটারি কেন্দ্রীয় টিমকে নিয়ে ঘুরছেন। এতে কোনও ত্রুটি ধরা পড়বে না। আমাদেরকে সঙ্গে নিতে হবে। আমরাই দেখিয়ে দেব ঠিক কোথায় ত্রুটি রয়েছে। না হলে পুরোটাই গট আপ হয়ে যাবে। এদিকে এরপর পঞ্চায়েতের সেক্রেটারি গাড়ি থেকে নেমে আসেন। তিনি বিজেপি কর্মীদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

স্থানীয় বিজেপি নেতা নৃপেন বিশ্বাস বলেন, গরিব মানুষ ঘর পায়নি। আমাদেরকে সঙ্গে নিয়ে পরিদর্শন করতে হবে। আমাদের সঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। কারণ পঞ্চায়েতে শাসকের লোকজন ভুল জায়গায় তাদের নিয়ে যাচ্ছে। এতে তদন্তের কাজ কিছুই হবে না। এটাই আমাদের দাবি ছিল। তারা আমাদের ফোন নম্বর নিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। স্থানীয় প্রশাসনের উপর আমাদের ভরসা নেই। তারা স্বজনপোষণ করছে। কেন্দ্রীয় টিমকে তারা ভুল জায়গায় নিয়ে যাচ্ছে।

এদিন পুলিশ গিয়ে কোনওরকমে বিজেপি নেতাদের সরিয়ে দেন। বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ। আর সেই পঞ্চায়েতের লোকজনকে নিয়েই পরিদর্শন করা হচ্ছে। এতে প্রকৃত তদন্ত হতে পারে না। তাদের সঠিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। বিজেপির প্রতিনিধিদের সঙ্গে নিলে তারা ঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। সেকারণেই তাদের গাড়ি আটকানো হয়েছিল। দাবি বিজেপি নেতাদের।

এদিকে কেন্দ্রীয় টিমের মিড ডে মিল পরিদর্শন প্রসঙ্গে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানিয়েছেন, কেন্দ্রীয় টিম কোথায় যাবেন সেটা কেন আগাম জানিয়ে দেওয়া হচ্ছে? আমরা চিঠি দিয়ে জানিয়েছি কেন্দ্রীয় বাজেটে বাজারদর অনুসারে বরাদ্দ রাখতে হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন