হাওড়ায় ফের জঙ্গি আতঙ্ক। বাঁকড়ার পর এবার আতঙ্ক ছড়াল অম্বিকা কুণ্ডু লেনে। সেখানে মোবাইল ফোন খুললেই ধরা পড়ছে আল কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিন নামে ২টি ওয়াইফাই সিগনাল। যাতে অত্যন্ত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার পুলিশ ডাকেন তাঁরা। কে বা কারা এই নামে ওয়াইফাই ব্যবহার করছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত প্রায় ১ বছর ধরে অম্বিকা কুণ্ডু বাই লেনে ওই ওয়াইফাই সিগন্যাল দুটি ধরা পড়ছে। মোবাইল বা ল্যাপটপ খুললেই রোমান হরফে ভেসে উঠছে আল কায়েদা ও হিজবুল মুজাহিদিনের নাম। পাশে আরবি হরফে লেখা আরও কিছু। অভিযোগ, বারবার পুলিশে খবর দিলেও এতদিন গা করেনি থানা। মঙ্গলবার বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। কোথা থেকে এই ওয়াইফাই ব্যবহার করা হচ্ছে তা জানার চেষ্টা করেন তাঁরা।
স্থানীয়দের দাবি, সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যে ভাবে জঙ্গি ধরা পড়ছে তাতে তাঁরা আতঙ্কিত। গত মাসেই হাওড়ার বাঁকড়ায় ধরা পড়েছে এক জামাত জঙ্গি। মাদ্রাসা শিক্ষকের পরিচয়ে লুকিয়ে ছিল সে। স্থানীয়রা জানিয়েছেন এলাকার নিরাপত্তার সঙ্গে কোনও আপোস চান না তাঁরা। কারা এই নামে ওয়াইফাই SSID ব্যবহার করছেন তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।