বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad Medical College: মহিলা ইন্টার্ন চিকিৎসককে নিগ্রহ, প্রতিবাদে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের

Murshidabad Medical College: মহিলা ইন্টার্ন চিকিৎসককে নিগ্রহ, প্রতিবাদে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ।

সেখান থেকে রোগী দেখার পর মেল সার্জিক্যাল ঘরে যাওয়ার পথে ১০-১২ জন তাকে ঘিরে ধরে গালিগালাজ করে এবং মারধর করে বলে অভিযোগ। তার চিৎকারে নিরাপত্তা রক্ষী ছুটে আসেন। নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

ফের রোগী পরিবারের বিরুদ্ধে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। এই অভিযোগে কাজ বন্ধ করে প্রতিবাদ জানালেন জুনিয়র ডাক্তাররা। ঘটনাটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের। এক মহিলা ইন্টার্ন চিকিৎসক রোগী পরিবারের সদস্যদের হাতে নিগ্রহের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগে গতকাল রাত ১২ টা থেকে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেন জুনিয়র ডাক্তাররা। রাতভর তারা কাজ বন্ধ রাখেন। এর ফলে সমস্যায় পড়েন রোগীরা। অবশেষে সুপারের তৎপরতায় আজ ভোর থেকে কাজে যোগদান জুনিয়র ডাক্তাররা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক রোগীর হাতে ব্যান্ডেজ করাকে কেন্দ্র করে গতকাল ঝামেলার সূত্রপাত হয়। সেই রোগীকে ছুটি দিয়ে দিয়েছিলেন ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক স্বাতী কর সরকার। কিন্তু, পরিবারের সদস্যরা ওই রোগীর হাতে নতুন ব্যান্ডেজ লাগানোর দাবি জানান । তারপরেও ওই রোগীকে ছুটি দেওয়ার পর তিনি এমার্জেন্সিতে যান। সেখান থেকে রোগী দেখার পর মেল সার্জিক্যাল ঘরে যাওয়ার পথে ১০-১২ জন তাকে ঘিরে ধরে গালিগালাজ করে এবং মারধর করে বলে অভিযোগ। তার চিৎকারে নিরাপত্তা রক্ষী ছুটে আসেন। নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে গতকাল রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন জুনিয়ার ডাক্তাররা।

চিকিৎসকদের নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তারা। এরপরে হাসপাতাল সুপার তাদের সঙ্গে বৈঠক করেন। তাদের দাবি, হাসপাতালের নিরাপত্তা বাড়াতে হবে। নিরাপত্তা না পেলে তাদের পক্ষে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাদের অভিযোগ, এত বড় হাসপাতালে ১০০ জন নিরাপত্তা রক্ষী রয়েছে। তা পর্যাপ্ত নয়। এই ঘটনায় থানায় অভিযোগ জানান চিকিৎসকরা। তার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্ধ করুন