নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তলবকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি দিয়ে তাঁকে ফের তলব করেছে ইডি। আগামী ৩ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সেদিনই দিল্লিতে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে তৃণমূলের কর্মসূচিতে হাজির থাকার কথা আছে অভিষেকের।
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘এই মাসেই একটা গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের দিন ইডি আমাকে তলব করেছিল। আমি দায়িত্বসহকারে সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছি। আজ আবার তারা আমাকে তলব করে রাজ্যের ন্যায্য পাওনা আদায়ের জন্য যেদিন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সেই ৩ অক্টোবর ফের তলব করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করছে কারা ভীত – সন্ত্রস্ত – কম্পমান।’
ইডির তরফে জানানো হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের CEO হিসাবে অভিষেককে তলব করা হয়েছে। শুধু তাই নয়, তলব করা হয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে থাকায় তাঁদের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। গত মঙ্গলবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ার পর ইডির এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। শুক্রবার ফের মামলাটির শুনানি রয়েছে।