বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ত্রিকোণ প্রেমের পরিণতিতেই কি সল্টলেকে রহস্যমৃত্যু? গেস্ট হাউসে কীভাবে লিভ ইন?

ত্রিকোণ প্রেমের পরিণতিতেই কি সল্টলেকে রহস্যমৃত্যু? গেস্ট হাউসে কীভাবে লিভ ইন?

সল্টলেকে তরুণের রহস্যমৃত্যুকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। সংগৃহীত ছবি

ইতিমধ্যেই সেই অরিজিৎকে আটক করেছে পুলিশ। প্রশ্ন উঠছে রনি ও অনুশীলার মধ্যে ঝামেলাটা ঠিক কী নিয়ে হত? অরিজিৎকে নিয়েই কি তাদের ঝামেলা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরাও।

সল্টলেকের গেস্ট হাউজ থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের ঝুলন্ত দেহ। ঘর থেকে উদ্ধার করা হয়েছিল তার প্রেমিকাকে। মত্ত ও জখম অবস্থায় ছিলেন তিনি। এবার সেই কাণ্ডকে ঘিরে তৈরি হচ্ছে পরতে পরতে রহস্য। মৃত যুবকের নাম রনি দত্ত। আদতে সে পুরুলিয়ার বাসিন্দা। তার দাদার অভিযোগ, রনি ও তার প্রেমিকার মধ্যে এক অপর এক তৃতীয় ব্যক্তির ত্রিকোণ প্রেম ছিল। রনির প্রেমিকা অরিজিৎ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখতেন বলে অভিযোগ তোলা হয়েছে। আর তার জেরেই এই ভয়াবহ পরিণতি।

রনির পরিবারের দাবি, প্রেমিকা, তার দাদা নির্ঝর চৌধুরী ও অরিজিৎ এই গোটাকাণ্ডের পেছনে রয়েছে। সেদিনও গেস্ট হাউজের মধ্যে রনি ও অনুশীলার মধ্য়ে তীব্র বচসা হয়। তার পরিণতিতে তরুণীর হাতও ভেঙে যায়। পরে ওই রুম থেকেই উদ্ধার হয় রনির ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল প্রেমিকা, তার দাদা আর ওই যুবক।

এদিকে পুলিশ ইতিমধ্যেই এনিয়ে তদন্ত শুরু করেছে। তবে গেস্ট হাউজের ওই ঘর থেকে অবাকই হয়েছেন তদন্তকারীরা। গোটা ঘর ছিল অত্যন্ত অপরিষ্কার। চারদিকে জলের বোতল আর মদের বোতলের ছড়াছড়়ি। অনলাইনে আনানো খাবারের প্যাকেটও ফেলা হত না। তার মধ্য়ে থাকতেন দুজনে। তার মধ্যেই লিভ ইন।

ইতিমধ্যেই সেই অরিজিৎকে আটক করেছে পুলিশ। প্রশ্ন উঠছে রনি ও অনুশীলার মধ্যে ঝামেলাটা ঠিক কী নিয়ে হত? অরিজিৎকে নিয়েই কি তাদের ঝামেলা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরাও।

 

বন্ধ করুন