গত কয়েক বছরের মধ্যে ২০২৪ আইপিএলে সবচেয়ে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার টুর্নামেন্টের শুরুতেই জয়ের হ্যাটট্রিক করেছে নাইটরা। এখনও পর্যন্ত ৭ ম্যাচের পাঁচটিতে জিতে, পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে কেকেআর। শুক্রবার পয়েন্ট টেবলের নয়ে থাকা পঞ্জাব কিংসকে হারাতে পারলেই, প্লে-অফের দিকে এক পা বাড়াবে কেকেআর।
এদিকে শুক্রবার ইডেনে ডু অর ডাই ম্যাচ খেলতে নামবে পঞ্জাব কিংস। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। হারলেই প্লে অফের আশা শেষ। এই অবস্থায় শিখর ধাওয়ানকেও পাচ্ছে না পঞ্জাব। কিংসদের স্পিন বোলিং কোচ সুনীল যোশী জানিয়েছেন, চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে ধাওয়ান। তবে কলকাতার বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: স্টার্ক একজন কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- খারাপ সময়ে পাশে দাঁড়ালেন KKR সতীর্থ
কেকেআর-এর একাদশ কেমন হতে পারে?
কেকেআর আবার পঞ্জাবের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে মিচেল স্টার্ককে। বৃহস্পতিবার সন্ধেয় অনুশীলনের গতিপথ দেখে তাই মনে হল। গত দু'দিন নেটেও বল করেননি স্টার্ক। বুধবার বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। ম্যাচের আগের দিনও বল করেননি। প্র্যাকটিস শুরুর প্রথমদিকে অজি তারকাকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি। পরের দিকে স্টার্ককে মাঠের সেন্টার নেটের পেছনে ফিল সল্টের সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। খানিক পরের দিকে বল নিয়ে নাড়াচাড়া করলেও নেটে বল করেননি। বরং নেটে স্ট্রেচিংয়ের পরে বল করতে দেখা যায় দুষ্মন্ত চামিরাকে। সব কিছু ঠিক থাকলে হয়তো শ্রীলঙ্কার বোলারের বেগুনি জার্সিতে অভিষেক হতে পারে।
ফিল সল্ট ভালো ছন্দে রয়েছেন। সুনীল নারিনও এবার ভালো খেলছেন। পঞ্জাবের বিরুদ্ধে তাঁরাই ওপেন করবেন। অংকৃষ রঘুবংশীও নজর কেড়েছেন। তিনি সম্ভবত তিনে নামবেন। বেঙ্কটেশ আইয়ার একেবারেই চেনা ছন্দে নেই। তবে এই ম্যাচের একাদশ থেকে তিনি সম্ভবত বাদ পড়বেন না। চারে ব্যাট করতে নামবেন বেঙ্কটেশ।
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
শ্রেয়স, রিঙ্কু, আন্দ্রে রাসেল যথাক্রমে পাঁচ, ছয় এবং সাতে নামবেন। আটে নামবেন রমনদীপ সিং। বোলারদের মধ্যে মিচেল স্টার্কের বদলে চামিরা একাদশে ঢুকতে পারেন। এছাড়াও থাকবেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। মিচেল স্টার্ক একমাত্র বাদ পড়তে পারেন। এর বাইরে কেকেআর-এর একাদশ মোটামুটি একই থাকবে।
তবে একাদশে স্টার্ক না থাকলে, কেকেআর-এর এক জন বাঁ হাতি পেসার দরকার। সেই কাজ সামলাতে পারেন চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হবে সাকারিয়াকে। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে তাঁকে অদলবদল করা হতে পারে। আগের ম্যাচে খেলেছিলেন সুয়াশ শর্মা। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন সাকারিয়া। কেকেআর প্রথমে বোলিং করলে সাকারিয়া হয়তো একাদশে থাকতে পারেন।
পঞ্জাব কি দলে বদল আনবে?
শেষ ৪ ম্যাচে হেরে তীব্র অস্বস্তিতে রয়েছে পঞ্জাব কিংস। এই অবস্থায় জয়ে ফিরতে, কেকেআর-এর বিরুদ্ধে কি দলে কোনও পরিবর্তন হবে? শিখর ধাওয়ানকে এই ম্যাচেও পাওয়া যাবে না। তাই নেতৃত্বের দায়িত্ব সামলাবেন স্যাম কারানই। তবে এদিন কারান সম্ভবত ওপেন করবেন না। জনি বেয়ারস্টো ফিরতে পারেন দলে। প্রভসিমরন সিং-এর সঙ্গে তিনি একাদশে সুযোগ পেতে পারেন। অথবা রিলি রসৌও ওপেন করতে পারেন। তবে বেয়ারস্টোর সম্ভাবনা বেশি। লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মাদের উপর থাকবে ব্যাটিংয়ের দায়িত্ব। বোলিংয়ের দায়িত্ব থাকবে হর্ষাল প্যাটেল, কাগিসো রাবাডা এবং আর্শদীপ সিংয়ের উপর।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক/দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: রিলি রসৌ/জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, স্যাম কারান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং এবং কাগিসো রাবাডা।