আজ, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি হল। দু’দিন ধরে তা চলছিল। আর নিউটাউনের এই সম্মেলন শেষে জবাবি ভাষণ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে শিল্পের জন্য এই রাজ্যে সব আছে বলে দাবি করলেন, আবার আহ্বান করলেন শিল্পপতিদের এবং শেষে ধুয়ে দিলেন কেন্দ্রীয় সরকারকে। তবে সবটাই খুব পরিশিলিত ভাষায়। নগদহীন পথে এগিয়ে কখনও অর্থনীতির উন্নয়ন ঘটে না বলে জানান মুখ্যমন্ত্রী। বরং নগদ অর্থ বাজারে ঘুরলেই সাধারণ মানুষ অর্থ পান। তাতে উন্নত হয় বাজার অর্থনীতির। এভাবেই আজ অর্থনীতির পাঠ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা যে আদর্শ বিনিয়োগের জায়গা বলে শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আসলে নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়াকে তোপ দাগলেন তিনি বলে মনে করা হচ্ছে।
এদিন কেন্দ্রীয় সরকারকে ধুয়ে দিয়ে দেশ থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ভারতে কমেছে কর্মসংস্থান। বাংলায় বেড়েছে কর্মসংস্থান। আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি। করের বোঝা চাপিয়ে দিচ্ছে। ৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বাংলাই গন্তব্য। সুযোগ কিন্তু বারবার আসে না। আপনারা ফিরে গেলেও এই বাংলার উন্নয়নের প্রতি উৎসাহ দেখাবেন। ৪০টি দেশ এই বাণিজ্য সম্মেলনে যোগ দেন। তাতে আমি খুশি।’
এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ–বিদেশ থেকে আগত অতিথিদের বিশেষ ধন্যবাদও জানান। এখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা সকলের পক্ষে সম্ভব হয় না। বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না। ৯০ লাখ সেলফ হেলপ গ্রুপ রয়েছে আমাদের। যারা কর্মসংস্থান সৃষ্টি করছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সাধারণ মানুষ ব্যবহার করে না। আমি নিজেও করি না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কখনও কর্মসংস্থান সৃষ্টি করে না। আমরা ডিজিটাইলাইজেশন চাই। কিন্তু কর্মসংস্থান নষ্ট করতে চাই না।’
আরও পড়ুন: ‘ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে’, বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে ধুয়ে দিলেন মমতা
অন্যদিকে বাংলার উন্নয়ন নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গ্রামীণ উন্নয়ন যা ঘটেছে সেটা দেখে আসার কথা বলেন শিল্পপতিদের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘উন্নতির কেন্দ্র এখন গ্রামবাংলা। যদি আপনার মিশন এবং ভিশন থাকে আপনি ঠিক এগোবেন। আজকে অনেকেই শপিং মলে যান। কিন্তু ছোট ছোট দোকানগুলিতেও অনেক ব্যবসা হয়। আমি ছোট ব্যবসায়ীদের বলব নিজেদের কখনও ছোট মনে করবেন না। বাংলায় ১০০০ হোটেল করুন, তাও চলবে। রোজ ব্যবসা পাবেন। বাংলা সীমান্ত রাজ্য। বাংলা ভবিষ্যতের শিল্পের জায়গা। ষষ্ঠ ইকনমিক করিডর তৈরির পরিকল্পনা তৈরি আছে। কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, মিরিক আইটি হাব করতে চাই। বাংলা আপনাদের ঘর ভেবে এগিয়ে আসুন। এটা নিরাপদ রাজ্য। বারবার সুযোগ আসবে না। একবার হারিয়ে গেলে আর মিলবে না। তাই সবাইকে বলুন বাংলায় বিনিয়োগ করতে। আমরা আপনাদের ভুলছি না। আপনারাও আমাদের ভুলে যাবেন না। এই দু’দিনে মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।’