ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জেতা নিয়ে এবার বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। যেভাবে বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করে তৃণমূল নেত্রী জিতেছেন, তাকে কুর্নিশ জানিয়ে বিজেপির 'চাণক্য'-দের নিশানা করেছেন তিনি।
রবিবারের টুইটে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ৭১.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে ২২.২ শতাংশ। এই ভবানীপুর কেন্দ্রে আটটি ওয়ার্ডেই জয়লাভ করেছেন তৃণমূল নেত্রী। গুজরাতি সম্প্রদায় যে এলাকায় বেশি রয়েছেন, সেই ওয়ার্ডেও জয়লাভ করেছেন। বিজেপির চাণক্যরা ড্রয়িং বোর্ডে ফিরে গিয়েছেন।’
উল্লেখ্য, এবারে ভবানীপুর উপনির্বাচনে নিজের অতীত রেকর্ড ভেঙে বিপুলভাবে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সামনে দাঁড়াতেই পারেননি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেয়াল। শুধু তাই নয়, এবারে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রতিটি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। এর আগে যখন শোভনদেব চট্টোপাধ্যায় লড়েছিলেন, তখন এই বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। কিন্তু এবারে বিজেপির এগিয়ে থাকা ওয়ার্ডেও লিড নিয়েছে তৃণমূল।
নিয়েছে তৃণমূল।