বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bikash Bhattacharya: হাইকোর্টে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশের, দায়ের হবে মামলা?

Bikash Bhattacharya: হাইকোর্টে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশের, দায়ের হবে মামলা?

আলিপুর আদালতে চত্বরে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে হাইকোর্টে দরবার করেছেন বিকাশরঞ্জন

মঙ্গলবার আলিপুর আদালতে স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষের মুর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অযোগ্য চাকরি প্রার্থীদের প্রসঙ্গ তোলেন।

আদালত অবমাননার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চাইলেন আইনজীবী তথা বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আলিপুর আদালত চত্বরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অযোগ্য প্রার্থীদের চাকরি যাওয়া প্রসঙ্গে মন্তব্য করেন। তারই প্রক্ষিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য বুধবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের অনুমতি দিয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধান বিচারপতি এখানে উপস্থিত নেই। আমি সুব্রতদাকে (বিচাপরপতি সুব্রত তালুকদার) বলব, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।' সিপিএম নেতা এই বক্তব্যকেই উল্লেখ করে বলেন,'হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ ব্যাপারে মামলা করুক।'

সিপিএম নেতার অভিযোগের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ বলে,'অভিযোগের প্রক্ষিতে শুনানির বদলে ভালো হয় মামলা দায়ের করুন।' বৃহস্পতিবার হলফনামা দাখিলের পরামর্শ দেয় আদালত। ওই দিন শুনানি হতে পারে।

মঙ্গলবার আলিপুর আদালতে চত্বরে স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষের মুর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'বিচারপতিদের রায়কে সম্মান করি। আমি অধিকার কাড়ার পক্ষে নই। আমি ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তোমরা খাচ্ছ কেন? দেওয়ার ক্ষমতা নেই কাড়বার ক্ষমতা আছে।

'

 

বন্ধ করুন