আবার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিল–সভা করতে চান। কিন্তু তাতে এখনও প্রশাসন কোনও অনুমতি দেয়নি। তাই এই নিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ জুন নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত বিরোধী দলনেতা মিছিল এবং পরে সভা করতে চান। সেসবে অনুমতি না মেলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু অধিকারী। তবে তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে এই আবেদনের।
এদিকে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখন থেকেই তিনি বলেছিলেন, ‘দীর্ঘ ২০ কিমি পদযাত্রা আগে কেউ দেখেনি। দূষণমুক্ত হতে চলেছে রাজনীতি এই বাংলার নন্দীগ্রাম থেকেই। গদ্দারদের অবসান হতে চলেছে আগামী দিনে। আপনার গায়ে হাত পড়লে আমি আসব। এক ছটাক জমি দেবেন না বিজেপিকে। যদি দম থাকে ২০ কিমি রাস্তায় মিছিল করে দেখাও। রাতে জনগণকে নিয়ে মিটিং করো।’
অন্যদিকে এই চ্যালেঞ্জকেই গ্রহণ করে এবার আসরে নামতে চান নন্দীগ্রামের বিধায়ক। আগামী ১৬ জুন তাই নন্দীগ্রামে বড় কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। ওই ১৬ জুন তারিখে নন্দীগ্রামের বিজেপি নেতা–কর্মীদের মিছিলে সামিল হওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। অভিষেকের পদযাত্রাকে টেক্কা দিতেই সবরকম ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রশাসনের অনুমতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশা কাটাতেই কলকাতা হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী।
আর কী জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে জনপ্লাবন দেখা দিয়েছিল নন্দীগ্রামে। বিশাল সভা–সমাবেশ করে বিজেপিকে তথা এখানের বিধায়ককে বার্তা দিয়েছিলেন তিনি। তার পর সেই সভা নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, কলকাতা থেকে লোক নিয়ে এসে জমায়েত করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তখন শুভেন্দুর অভিযোগকে পাগলের প্রলাপ বলে ব্যাখ্যা দেওয়া হয়। এবার সেই নন্দীগ্রাম থেকেই অভিষেককে পাল্টা জবাব দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মিছিল–সভা নিয়েই দেখা দেয় জটিলতা। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup