বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম’‌, সাংসদ সৌগতর মন্তব্যে তীব্র বিতর্ক

‘‌বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম’‌, সাংসদ সৌগতর মন্তব্যে তীব্র বিতর্ক

শুভেন্দু অধিকারী-সৌগত রায়।

এমন জুতোপেটার কথা বলায় বিজেপি নতুন করে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে বলে খবর। বাংলার রাজনীতিতে এখন কুকথা শোনা যায়। সেটা দিলীপ ঘোষ থেকে মদন মিত্র কেউ কম যান না। এবার সেখানে বাড়তি সংযোজন সাংসদ সৌগত রায়। বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

সম্প্রতি বোমা বিস্ফোরণে নয়া তত্ত্ব বাতলে বিতর্ক বাঁধিয়ে ছিলেন তিনি। বর্ষীয়ান সাংসদ যা বলেছিলেন তা নিয়ে জলঘোলা হয়েছিল। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন। প্রত্যেক দলের নেতারাই গরম গরম ভাষণ দিচ্ছেন। এমনকী তাতে কুকথাও জায়গা পেয়ে যাচ্ছে। এমন আবহে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতাকে জুতোপেটা করার কথা বলে আরও বিতর্ক বাঁধালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আর এই মন্তব্য নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

এদিকে এমন জুতোপেটার কথা বলায় বিজেপি নতুন করে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে বলে খবর। বাংলার রাজনীতিতে এখন কুকথা শোনা যায়। সেটা দিলীপ ঘোষ থেকে মদন মিত্র কেউ কম যান না। এবার সেখানে বাড়তি সংযোজন সাংসদ সৌগত রায়। বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দমদমের সাংসদ বলেন, ‘‌বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।’‌ এটাই এখন চর্চিত মন্তব্য। যদিও সাংসদের এই মন্তব্য়কে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস।

ঠিক কী বলেছেন সৌগত?‌ অন্যদিকে গতকাল বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা ছিল তৃণমূল কংগ্রেসের। সেই সভাতেই শুভেন্দু অধিকারীকে ‘চপেটাঘাতে’র হুঁশিয়ারি দেন সৌগত। তিনি বলেন, ‘‌শুভেন্দু বলছে, করমণ্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস আচে। ওঁর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কোথায় বালেশ্বর, অন্য রাজ্যে গিয়ে তৃণমূল অন্তর্ঘাত করবে? বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।’‌ দমদমের বর্ষীয়ান সাংসদের এই মন্তব্যের সাক্ষী মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষরা। পরিস্থিতি বিতর্ক তৈরি করেছে বুঝতে পেরে সবাই স্পিকটি নট হয়ে যান। কিন্তু তাতে বিতর্ক এড়াল গেল না।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ সৌগত রায়ের মন্তব্য বিতর্ক তৈরি করেছে বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে নামে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌উনি হয়তো উত্তেজনার বশে বলে ফেলেছেন। এই বহুদলীয় গণতন্ত্রে তৃণমূল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল।’‌ যদিও বিজেপির খোঁচা,‘‌এটাই তৃণমূল।’‌ যেহেতু বিরোধী দলনেতার পদ একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান তাই এমন মন্তব্য করা যায় না। এবার এটা নিয়ে বিজেপি মাঠে নামতে চলেছে।

বন্ধ করুন