বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাকেশকে নিয়ে বেসুরো রূপা, উনি মুখপাত্র নন, সাফাই দিলীপের

রাকেশকে নিয়ে বেসুরো রূপা, উনি মুখপাত্র নন, সাফাই দিলীপের

রাকেশ সিং

এই পরিস্থিতিতে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হল বিজেপির অন্দরেই।

বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় পামেলা গোস্বামী–রাকেশ সিং কাণ্ডে ব্যাকফুটে গিয়েছে গেরুয়া শিবির। এই সবকিছুর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না। পথে নামার হুমকিও দিয়ে রেখেছেন দিলীপ ঘোষরা। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হল বিজেপির অন্দরেই। এমনকী অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। রূপার প্রতিক্রিয়া, ‘‌পুলিশ যা করেছে ঠিক করেছে।’‌ এই মন্তব্যে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

 বিজেপি সাংসদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, সিবিআইয়ের পালটা পদক্ষেপ কি রাকেশকে গ্রেফতার? তিনি বলেন, ‘কেউ অন্যায় করলে পুলিশ গ্রেফতার করবে।’ এই মন্তব্য করে আসলে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিলেন তিনি বলে মনে করছেন দিলীপ–ঘনিষ্ঠ অনেকেই। এরপরই রূপার মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‌উনি তো দলের মুখপাত্র নন।’‌ সুতরাং বোঝাই যাচ্ছে রাজ্য নেতৃত্বের মধ্যে জোর শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। তারপর তাঁকে আলিপুর আদালতে তোলা হলে আপাতত বিজেপি নেতাকে ১ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, সবাই বুঝতে পারছে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে।

রূপা প্রতিক্রিয়ায় আরও বলেছেন, ‘‌সিপিআইএম, কংগ্রেস, বিজেপি বলে কিছু বুঝি না। আমি বুঝি অন্যায় করলেই গ্রেফতার।’‌ এখানেই তিনি থেমে থাকেননি। বরং তিনি আরও জানান, বাংলায় অন্যায় করতে দেওয়া হবে না। অন্যায় দেখলে মেনে নেওয়াও হবে না।

বন্ধ করুন