বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dharmatala bus stand: ধর্মতলা বাসস্ট্যান্ড সরবে না, তৈরি হবে মাল্টি লেভেল পার্কিং, আদালতে জানাল রাজ্য

Dharmatala bus stand: ধর্মতলা বাসস্ট্যান্ড সরবে না, তৈরি হবে মাল্টি লেভেল পার্কিং, আদালতে জানাল রাজ্য

ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরবে না।

শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, মূল বাসস্ট্যান্ডকে রেখে ধর্মতলাকে সাজানো হবে। একটি সংস্থাকে এনিয়ে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্মতলা থেকে সরানো হবে না বাস স্ট্যান্ড। শুক্রবার বাস স্ট্যান্ড সরানো সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তার পরিবর্তে ভিক্টোরিয়া বাঁচাতে সেখানে মাল্টি লেভেল কার পার্কিং করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এনিয়ে বিভিন্ন দফতরের মধ্যে বৈঠক হয়েছে। তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে দূষণের হাত থেকে ভিক্টোরিয়াকে বাঁচানো সম্ভব বলে মনে করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ১২ বছর আগে সুপ্রিম নির্দেশ, এবার সাঁতরাগাছিতে ধর্মতলা বাসস্ট্যান্ড সরানোর ভাবনা রাজ্যের

শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, মূল বাসস্ট্যান্ডকে রেখে ধর্মতলাকে সাজানো হবে। একটি সংস্থাকে এনিয়ে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সেনাবাহিনী, পূর্ত দফতর, পুরসভা, কলকাতা মেট্রোসহ একাধিক দফতর বৈঠক করে সেখানে মাল্টি লেভেল কার পার্কিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই বক্তব্য শোনার পর আদালত কেন্দ্রের অতিরিক্ত সলিসেটর জেনারেলকে বৈঠক সংক্রান্ত নথি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকের কাছে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। সে সংক্রান্ত মামলায় ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেই ধর্মতলায় দূষণ এবং যানজট রুখতে তাৎপর হয় রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, এই প্ল্যান তৈরি হতে সময় লাগবে তিন মাস। কিছুদিন আগেই রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে পরিবহণ দফতর, পূর্ত, পরিবেশ, বিদ্যুৎসহ ৮টি দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার, মেট্রো, কেএমআরসিএল এবং আরভিএনএলের প্রতিনিধি ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে সব দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়।

এর আগে রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, সাঁতরাগাছিতে ধর্মতলার বাস স্ট্যান্ড সরানোর পরিকল্পনা রয়েছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এদিন রাজ্য আদালতকে জানিয়েছে বাসস্ট্যান্ড সরানো হবে না। এদিকে, আগামী দিনে তিনটি মেট্রো রুটের জংশন স্টেশন হতে চলেছে এসপ্লানেড। এরেফলে সেখানে মানুষের যাতায়াতের সঙ্গে যানবাহনের যাতায়াত বাড়বে। ফলে দূষণও বাড়বে। তা রোধ করার জন্য এই পার্কিং তৈরির পরিকল্পনা করা হয়েছে। 

প্রসঙ্গত, ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে তাঁরা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল। ১২ বছর হয়ে যাওয়ার পরে সেই নির্দেশ কার্যকর হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই সংক্রান্ত মামলায় রাজ্য সরকার একথা জানিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

‘‌কেন্দ্রের অচল স্বাস্থ্য পরিষেবার মধ্যে বাতিস্তম্ভ সেবাশ্রয়’‌, তোপ অভিষেকের ‘কুয়াশার জন্য ওর বল বুঝতে পারিনি’! বরুণের ঘূর্ণিতে বেসামাল হয়ে অজুহাত ব্রুকের সঞ্জয়কে জেলে মেরে দিতে পারে, আশঙ্কা সেলিমের, 'না বাজেগি বাঁশুরি…' ‘কাজের থেকে বেশি পরিবারকে…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা ‘চিনকে বিশ্বাস করা যায় না’, ভারতীয় গ্রাহকদের সাবধান করলেন স্যামসাং CEO! ক্যানসার চিকিৎসায় হাত লাগাবে AI, কলকাতার বুকে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কনফারেন্স শর্বরী বাদ! কার্তিকের সঙ্গে 'প্রাক্তন' অনন্যাকেই বাছলেন করণ? কী বলছে নেটপাড়া? পুরুষদের তুলনায় মহিলারাই অবসাদে ভোগে বেশি, আর কী বলছে গবেষণা ফের বাংলায় দেখা মিলল কালো চিতাবাঘের, রাস্তার পাশে বসে, জ্বলজ্বল করছে চোখ ল্যাটিনা মেকআপ আসলে কী! 'বোল্ড ব্যাডি' লুক পেতে কীভাবে করতে হয় এই মেকআপ

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.