দাদাগিরি ১০ এ মাঝে মধ্যেই নানা আলোচনার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের কথা উঠে আসে। এদিনও ঠিক তেমন ভাবেই খেলার ফাঁকে সৌরভ জানালেন তাঁর মেয়ে তাঁকে কোনও উপহার কিনে এনে দেয় না। কিন্তু কেন? এর নেপথ্যে আছে কোন কারণ?
দাদাগিরি ১০ এ কী জানালেন সৌরভ?
এদিন এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন, 'ধরো আমার সঙ্গে তোমাকে কোনও শপিংয়ে নিয়ে গেলাম। তাহলে তুমি তোমার জন্য কোন তিনটে জিনিস কিনবেই?' উত্তরে সৌরভ বলেন, 'তুমি খালি আমার জন্য একটাই জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করো।' এরপর সেই প্রতিযোগী যখন জিজ্ঞেস করেন যে সৌরভ শপিং করেন না? উত্তরে দাদা জানিয়ে দেন যে না। তাহলে স্ত্রী বা মেয়ের সঙ্গেও শপিংয়ে যান না?
আরও পড়ুন: বাবার মৃত্যুবার্ষিকীর আগে মন খারাপ বাবিলের? ইরফান পুত্র কেন লিখলেন 'হার মানব না কখনও...'?
এই প্রসঙ্গ উঠতেই সৌরভ বলেন, 'আমার শপিং জিরো। আর ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম ভালো? যে কিনছে তার পছন্দ হলেই হল।' এরপর সেই প্রতিযোগী আবারও সৌরভকে জিজ্ঞেস করেন 'আর সানা তো চাকরি করে সে কিছু দেয় না আপনাকে?' জবাবে দাদা বলেন, ' সে আমায় কিছু কিনে দেয় না। কারণ আমার জন্মদিনে একবার একটা জিনিস দিয়েছিল আমার ওটা পছন্দ হয়নি। বলেছিলাম পাল্টে দিস। সানাকে বলেছিলাম দামী জিনিস যখন দিচ্ছিস এমন কিছু দে যেটা ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। বলে আগে তুমি পছন্দ করো তারপর আমি গিয়ে সেটা কিনব।' একই সঙ্গে সৌরভ জানান, 'আমার জীবন, জামা সবটাই খুব সিম্পল।' স্টা শুনেই সেই মেয়েটি বলেন, 'জামা সিম্পল হলেও মানুষটা খুব স্পেশ্যাল।'
আরও পড়ুন: সৌরভের দাদাগিরির দিন শেষ! এবার অনির্বাণের সঞ্চালনায় আসছে সারেগামাপা লেজেন্ডস, কবে কখন দেখা যাবে?
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে দাদাগিরি শীঘ্রই শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। শুরু হয়ে গিয়েছে অডিশন। এছাড়া শনি রবিবার করে আসছে সারেগামাপা লেজেন্ডস।