বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: ‘সংবাদপত্র পড়েই কি মামলা?’ শুভেন্দুকে মামলা প্রত্যাহারে নির্দেশ প্রধান বিচারপতির

Suvendu Adhikari: ‘সংবাদপত্র পড়েই কি মামলা?’ শুভেন্দুকে মামলা প্রত্যাহারে নির্দেশ প্রধান বিচারপতির

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর পরই হাই কোর্টে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হয়। তৃণমূল-বিজেপি দুপক্ষই মামলা দায়ের করে। র‍্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিসি নিয়ম মানা হচ্ছে কিনা, সিসিটিভি লাগানোর দাবি নিয়েও মামলা দায়ের করা হয়।

এক বিষয় নিয়ে একাধিক মামলা এবার হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। তাঁর সরাসরি মামলা প্রত্যাহার করে নিতে বললেন। না হলে মামলা খারিজ করে দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি।

যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেন। সেই মামলায় শুনানিতে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। আদালতে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেন শুভেন্দু। আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি ছাত্র সংগঠন তাঁর উপর হামলা চালিয়েছে বলে এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা।

(পড়তে পারেন। দত্তপুকুরকাণ্ডে জোড়া মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, CBI ও NIA তদন্তের দাবি BJP-র)

এর শুনানিতেই বিচারপতি বিরোধী দলনেতাকে প্রশ্ন করেন,'সংবাদপত্র পড়েই কি এই মামলা দায়ের করা হয়েছে? আমি আজকাল প্রায়শই দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?' বিচারপতি আরও বলেন,'আমিও তো সংবাদপত্র পড়ে জেনেছি যাদবপুরের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করেছে।'

এর পর বিচারপতি শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদারকে বলেন, 'মামলাকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন?' তিনি আইনজীবীকে মামলা প্রত্যাহার করে নিতে বলেন। পরে আইনজীবী মামলা প্রত্যাহারের কথা জানিয়ে দেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর পরই হাই কোর্টে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হয়। তৃণমূল-বিজেপি দুপক্ষই মামলা দায়ের করে। র‍্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিসি নিয়ম মানা হচ্ছে কিনা, সিসিটিভি লাগানোর দাবি নিয়েও মামলা দায়ের করা হয়। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রও জনস্বার্থ মামলা করে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চান।

বন্ধ করুন