বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CPM EID greeting: সিপিএমের FB পেজে ‘ইদহীন’ শুভেচ্ছা, রণনীতি নিয়ে জোর চর্চা

CPM EID greeting: সিপিএমের FB পেজে ‘ইদহীন’ শুভেচ্ছা, রণনীতি নিয়ে জোর চর্চা

‘ইদ’ উপলক্ষে সিপিএমের শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

ইদের শুভেচ্ছা জানাতে বামেদের সোশ্যাল মিডিয়া পেজে শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি পোস্ট করা হয়। তাতে লেখা রয়েছে ‘উৎসবের শুভেচ্ছা’। অথচ সেই পোস্টে ইদের কোনও কথা কথা উল্লেখ করা হয়নি। অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে কিসের জন্য শুভেচ্ছা বার্তা সেই কথা উল্লেখ করেছে সিপিএম।

‘ইদ’ উপলক্ষে সিপিএমের শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ ইদের শুভেচ্ছা দেওয়া হচ্ছে, অথচ তাতে ইদের কথা উল্লেখ নেই, শুধু উল্লেখ রয়েছে শুভেচ্ছা। আর তা ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তাহলে কি লোকসভার ভোটের আগে হিন্দু ভোট টানার উদ্দেশ্যেই কি ইদের কথা উল্লেখ করা হয়নি? তা নিয়ে এই মুহূর্তে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনীতির অন্দরমহলে। যদিও সেই অভিযোগ মানতে চাইছে না বামেরা।

আরও পড়ুন: খুশির ইদে সৌজন্যের রাজনীতি, কামারহাটিতে আলাপচারিতায় সৌগত-সুজন

ইদের শুভেচ্ছা জানাতে বামেদের সোশ্যাল মিডিয়া পেজে শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি পোস্ট করা হয়। তাতে লেখা রয়েছে ‘উৎসবের শুভেচ্ছা’। অথচ সেই পোস্টে ইদের কোনও কথা কথা উল্লেখ করা হয়নি। অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে কিসের জন্য শুভেচ্ছা বার্তা সেই কথা উল্লেখ করেছে সিপিএম। দুর্গাপুজোর সময় সিপিএম যে পোস্ট করেছে তাতে ‘শারদ শুভেচ্ছা’র কথা উল্লেখ থাকে। দীপাবলির সময়ে পোস্টে আলোর উৎসবের কথা উল্লেখ থাকে। একইভাবে সিপিএমের সোশ্যাল মিডিয়া পেজে বড়দিনের শুভেচ্ছা বার্তায় বড়দিনের কথা উল্লেখ থাকে। তাহলে এদের ক্ষেত্রে কেন ইদের কথা উল্লেখ থাকল না? তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত, রাজনীতিতে কোনও দল কিছু করে থাকলে তার নেপথ্যে কিছু কারণ থাকে। সেটা রাজনৈতিক কারণ। তবে রাজ্য সিপিএমের এই ফেসবুক পোস্টের পিছনে কী কারণ? তা অবশ্য স্পষ্ট হল না। 

যদিও দলের মতে, তারা সমস্ত উৎসবকে উৎসব হিসেবেই দেখে। কোনও ধর্মীয় উৎসবের কথা দলের তরফে উল্লেখ করা হয় না। ব্যক্তিগতভাবে কেউ পোস্ট করতে চাইলে সেটা করে থাকেন। তবে সিপিএমের এই বক্তব্য মানতে চাইছে না অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতেই, এটা আসলে লোকসভার আগে হিন্দু ভোট ফিরে পাওয়ার একটি কৌশল। সেই কারণে ইদের কথা উল্লেখ করা হয়নি সিপিএমের সোশ্যাল মিডিয়া পেজে।

উল্লেখ্য, ২০২১ সালে আইএসএফের সঙ্গে জোট করার পরে সিপিএমের হিন্দু ভোট চলে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তাদের অনেকেই বিজেপির দিকে ঝুঁকেছিল। তবে এবার আইএসএফ নেই। দলের নেতা নওশাদ সিদ্দিকী এককভাবে লড়ার কথা জানিয়েছেন। তবে এই পরিস্থিতিতে খুশি হয়েছেন সিপিএমের অনেক নেতা। তাদের বক্তব্য, এটা এক প্রকার শাপে বর হয়েছে। ফলে সে ক্ষেত্রে হিন্দু ভোট পেতে চাইছে সিপিএম। এই অবস্থায় সিপিএমের পোস্টকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে এ নিয়ে সিপিএমকে আক্রমণ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, পুজোর সময় দেবে বুক স্টল দেবে অথচ পুজো উল্লেখ করবে না। ইদের দিন শুভেচ্ছা জানাবে অথচ ইদ বলবে না। এটা মানুষ ভালোভাবে বুঝতে পারছে। সোজা সাপটা কথা শুনতে বেশি পছন্দ করেন মানুষজন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

চোখের জল ফেলছে শিল্পা, থমথমে মুখ সলমনের,বাবা সিদ্দিকি খুনের পর হাসপাতালে তারকারা শান্তি, সম্প্রীতি ফিরে আসুক আবার, বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান দিনটির শুভেচ্ছা মাদ্রাসা শিক্ষকদের ১৬৭% পর্যন্ত বেতন বাড়ল! ‘ভোট জেহাদ’ নয়? প্রশ্ন সঞ্জয় রাউতের এবার আর আনকোরা দল নয়, তিলকের নেতৃত্বে তারকাখচিত টিম পাঠাচ্ছে ভারত অনেক ব্যর্থ হয়েছি, এর সঙ্গে কীভাবে লড়াই করতে হয় সেটাও জানতাম- সঞ্জু স্যামসন ভুয়ো বক্স অফিস দেখাতে জিগরার টিকিট নিজেই কিনছেন আলিয়া! দিব্যার অভিযোগে সরব করণ আজ বৃষ্টি ১০ জেলায়, কাল বর্ষা বিদায় নেবে বাংলা থেকে, তারপরে কোথায় বর্ষণ বাড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.