বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয় কেন?‌ সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় বিএল সন্তোষ

ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয় কেন?‌ সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় বিএল সন্তোষ

বিএল সন্তোষ: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে রয়েছেন। ছবি সোজন্যে এএনআই

তৃণমূল কংগ্রেসের কাছে ধূপগুড়ি উপনির্বাচন ছিল বড় চ্যালেঞ্জ। বিজেপির কাছে ছিল আসন ধরে রাখার লড়াই। বাম–কংগ্রেস জোট প্রার্থী চেয়ে ছিলেন দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে তিনি বাজিমাত করে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রচারে এসে মহকুমা গড়ার কথা বলাটাই চেঞ্জ ফ্যাক্টর বলে মনে করছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব।

ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয় বিজেপির। একুশের নির্বাচনে জেতা আসন উপনির্বাচনে হাতছাড়া হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ভোট হল। গণনার ক্ষেত্রেও তাই। তারপরও তৃণমূল কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়। এমনকী বাম–কংগ্রেসের ভোট ট্রান্সফারও বাঁচাতে পারল না বিজেপিকে। অর্থাৎ ধূপগুড়ির মানুষ রাজনৈতিক প্রত্যাখ্যান করল বিজেপিকে। শুক্রবারের এই ফলাফল দেখে বেজায় চটেছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন এমন পরাজয় ঘটল?‌ জানতে আজ, শনিবার রাজ্যে আসছেন বিএল সন্তোষ। পরাজয়ের কারণ খুঁজতে দু’দিন ধরে চলবে বৈঠক।

এদিকে এটা বিজেপির কাছে বড় সেটব্যাক সেটা ফলাফলের পরই স্পষ্ট বোঝা গেল। এই পরাজয় নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কার্যত মুখ লুকিয়ে কাটিয়েছেন তাঁরা। এবার কেন্দ্রীয় নেতার সামনে মুখ লুকিয়ে পালানো সম্ভব নয়। সেখানে জবাবদিহি করতে হবে বলে সূত্রের খবর। ধূপগুড়িতে ত্রিমুখী লড়াই হল। তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায়, বিজেপির তাপসী রায় এবং বাম–কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও ফলাফল বুঝিয়ে দিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে।

অন্যদিকে এই কথাটি বুঝতে পেরেই তড়িঘড়ি বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। এবার আর কোনও নোট পাঠানো বা চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করা হল না। এসব অনেক হয়েছে। তাতে যে কাজের কাজ কিছুই হয়নি সেটা বুঝতে পেরেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই পরাজয় স্পষ্ট করেছে গ্রামাঞ্চল ও চা বলয়ের ভোট পায়নি বিজেপি। তাই ফলাফল দাঁড়িয়েছে— তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট মোট ৯৬,৯৬১। বিজেপি প্রার্থী তাপসী রায়ের ৯২,৬৪৮ প্রাপ্ত ভোট। অনেক পিছিয়ে মাত্র ১৩,৬৬৬ ভোট পেয়েছেন বাম–কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। অর্থাৎ ৪৩১৩ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন:‌ পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অধীর চৌধুরীর, বহরমপুরে স্মারকলিপি দিতে গিয়ে ধুন্ধুমার‌

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেসের কাছে ধূপগুড়ি উপনির্বাচন ছিল বড় চ্যালেঞ্জ। আর বিজেপির কাছে ছিল আসন ধরে রাখার লড়াই। বাম–কংগ্রেস জোট প্রার্থী চেয়ে ছিলেন দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে তিনি বাজিমাত করে দেবেন। সেখানে সব অঙ্ক ফেল করে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রচারে এসে মহকুমা গড়ার কথা বলাটাই চেঞ্জ ফ্যাক্টর বলে মনে করছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ধূপগুড়িতে পড়েছিলেন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের হাতে পদ্ম পতাকা ধরিয়ে দিয়ে চমক দিয়েছিলেন সুকান্ত। তবে তা সত্ত্বেও পদ্মফুল ফুটল না। বরং ফুটল ঘাসফুলই। তাই ধূপগুড়ি পরাজয়ের কারণ খুঁজতে তড়িঘড়ি বাংলায় আসছেন শাহী দূত বিএল সন্তোষ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.