কলকাতায় কালীপুজোর রাত মানে সবার আগেই মনে আসে দক্ষিণেশ্বর আর কালীঘাট মন্দিরের কথা। মায়ের কাছে দুদণ্ড বসে থাকার জন্য়. পুজো দেওয়ার জন্য, এর থেকে ভালো সময় কী আর হতে পারে? তবে এবার যদি দেওয়ালির রাতে দক্ষিণেশ্বর আর কালীঘাটে যেতে চান তবে মেট্রোতে যেতেই পারেন। এজন্য এবার স্পেশাল মেট্রো চালানো হবে। সেই সঙ্গেই রাতের স্পেশাল মেট্রোতে চড়ে কলকাতায় কালীপুজোও একবার দেখে আসতে পারেন।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার কালীপুজো উপলক্ষ্য়ে রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। এতে দক্ষিণেশ্বর আর কালীঘাটে যারা যেতে চান তাঁদেরও সুবিধা হবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। সেটা রাত ১১টা বেজে ৩ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশনে এসে পৌঁছবে। আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে একটি স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। কবি সুভাষ স্টেশনে সেটা পৌঁছবে রাত ১১টা বেজে ১ মিনিটে। এদিকে সকাল ৯টা থেকে ওই দিন মেট্রো চলবে। আর শেষ মেট্রোর যাতায়াত হবে রাত ১১টা বেজে ৩ মিনিট পর্যন্ত। এদিকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিছুটা এগোলেই দক্ষিণেশ্বরের মন্দির। রাতে পুজো দেখার ইচ্ছা থাকলে যেতেই পারেন স্পেশাল মেট্রোতে চড়ে।
আবার কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিছুটা এগোলেই সেই বিখ্য়াত প্রাচীন কালীঘাট মন্দির। এক্ষেত্রেও আপনি রাতের মেট্রোতে চাপতেই পারেন। বাস বা অ্য়াপ ক্যাবে যেতে হবে না। রাতের মেট্রো চেপেই ঘুরে আসুন দক্ষিণেশ্বর বা কালীঘাট।
এবার দুর্গাপুজোতে স্পেশাল মেট্রো ছিল। প্রচুর যাত্রীর কাছে ঠাকুর দেখার বড় ভরসা ছিল এই রাতের মেট্রো। এবার কালীপুজোতেও থাকছে স্পেশাল মেট্রো। তবে এই বিশেষ পরিষেবা কেবলমাত্র ব্লু লাইনের জন্য। রবিবার বলে গ্রিন লাইন বা পার্পল লাইনে কোনও পরিষেবা থাকবে না।
কবি সুভাষ থেকে দমদম ও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো সকাল ৯টায় ছাড়বে।
এদিকে ৯টা ২৮ মিনিটের পরিবর্তে শেষ মেট্রো রাত ১০টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর উভয় রুটেই রাত ১০টায় শেষ মেট্রো। সব মিলিয়ে ১৩২টি মেট্রো চলবে বলে খবর।