বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'কংগ্রেসের এক নধর খাসি' কুকথায় পঞ্চমুখ তৃণমূলের দেবাংশু, ফেসবুকে নিশানায় কে?

'কংগ্রেসের এক নধর খাসি' কুকথায় পঞ্চমুখ তৃণমূলের দেবাংশু, ফেসবুকে নিশানায় কে?

দেবাংশু ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

দেবাংশু লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের বিরুদ্ধে এদের জ্বালা হওয়ার কারণ সোনার চামচ মুখে তিনি জন্মাননি। আর দেবাংশুর পোস্টে এক নেট নাগরিক লিখেছেন, অভিষেক কোন ধাতুর চামচ নিয়ে জন্মেছিলেন?

তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। আর সেই পোস্টে কংগ্রেস নেতাকে নধর খাসি বলে কটাক্ষ। রাজনৈতিক মহলের মতে, গোটা বাংলা জুড়ে যখন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কুভাষণের অভিযোগ উঠছে তখনই তৃণমূলের যুব নেতা দেবাংশুর পোস্টে উঠে এল সেই কু মন্তব্য। এই পোস্টের নেপথ্যের ঘটনাটা ঠিক কী?

দেবাংশু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ব্যারাকপুরের একটি বেসরকারি স্কুল তাদের কেরিয়ার ফেয়ারে অংশগ্রহণ করার জন্য় আমায় আমন্ত্রণ জানায়। প্রথমে আমি রাজি হইনি। কারণ আমি জানতাম না এমন একটি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের আদৌ প্রয়োজন আছে কি না।তারপরই তারা আমায় বলেন যে বাম ও কংগ্রেস থেকেও নাকি দুই রাজনৈতিক ব্যক্তি আসছেন( কংগ্রেস থেকে কৌস্তভ বাগচি, বামফ্রন্ট থেকে শতরূপ ঘোষ)। স্বাভাবিকভাবেই সেটি জানার পর আমি রাজি হই…।

দেবাংশু লিখেছেন, তারা তাদের( উদ্যোক্তা) ফেসবুক পেজ থেকে একটি ক্রিয়েটিভ পোস্ট করেছেন। সেখানে আমার ছবি দেওয়া ও নিচে লেখা স্লোগান ক্রিয়েটার ও সিঙ্গার। নিজেরই দেখে খুব হাসি পায়। এরপর দেবাংশু নিজের প্রোফাইল তৈরি করে নিজের রাজনৈতিক পরিচয় পাঠান উদ্যোক্তাদের কাছে ।

এরপর দেবাংশু লিখেছেন, দেখলাম কংগ্রেসের এক নধর খাসি সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে বাইট দিয়ে বেড়াচ্ছেন। এবং আমি আসব শুনে তিনি অনুষ্ঠান বয়কট করেছেন।… দেবাংশু লিখেছেন, তিনি বড়লোক বাপের ব্যাটা, এলিট ক্লাসের সদস্য। ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন।….নধর খাসিটার ম্যা ম্যা ক্রন্দন আমায় বেশ তৃপ্তি দিয়েছে। আমি শিওর আজকে রাতে খাসিটা পার্টি করবে।

দেবাংশু লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের বিরুদ্ধে এদের জ্বালা হওয়ার কারণ সোনার চামচ মুখে তিনি জন্মাননি। আর দেবাংশুর পোস্টে এক নেট নাগরিক লিখেছেন, অভিষেক কোন ধাতুর চামচ নিয়ে জন্মেছিলেন?

 

বন্ধ করুন