বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হরিণঘাটার ডিমে লেখা থাকবে দাম–তারিখ, কালোবাজারি রুখতে পদক্ষেপ

হরিণঘাটার ডিমে লেখা থাকবে দাম–তারিখ, কালোবাজারি রুখতে পদক্ষেপ

ডিমের সাদা খোলার গায়ে লেখা দাম–তারিখ।

১ এপ্রিল থেকেই বাজারে আসছে হরিণঘাটার এই অভিনব ‘‌দাম–তারিখ’‌ লেখা ডিম।

রাজ্যবাসীর হেঁসেলে ন্যায্য মূল্যে ডিম পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সেই সরকারি ডিমের গায়ে লেখা থাকবে দাম–তারিখ। এমনকী সরকারি সংস্থার দাম লেখা থাকবে। ডিমের সাদা খোলার গায়ে তা লেখা থাকবে। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও সরকারি সংস্থা প্রত্যেকটি ডিমের গায়ে এই ‘দাম–তারিখ’ লিখবে বলে দাবি পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম কর্তাদের।

কবে থেকে তা চালু হচ্ছে?‌ প্রাণীসম্পদ দফতর সূত্রে খবর, ১ এপ্রিল থেকেই বাজারে আসছে হরিণঘাটার এই অভিনব ‘‌দাম–তারিখ’‌ লেখা ডিম। যখন বাজারে খুচরো ডিমের দাম ৬ টাকা হয়ে গিয়েছিল তখনও হরিণঘাটার ডিমের দাম সাড়ে ৪ টাকাতেই বেঁধে দিয়েছিল সরকার। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সেই ডিম নিয়ে কালোবাজারি শুরু করেছে। তাই এবার থেকে ডিমের গায়ে লেখা থাকবে দাম–তারিখ।

প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের বক্তব্য কী?‌ এই নিগমের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার বলেন, ‘‌হরিণঘাটার কার্টনে (বড় বাক্স) দাম লেখা থাকে। কিন্তু বাক্স খুলে খুচরো ডিম বিক্রির সময় বিভিন্ন দাম নেওয়ার অভিযোগ উঠছে। তাই সব ডিমের খোলার গায়ে ৪.৫০ টাকা দাম, হরিণঘাটার ইংরেজি আদ্যক্ষর ‘এইচ’ এবং উৎপাদনের তারিখ লেখা থাকবে। তাহলে কালোবাজারি বন্ধ হবে। এমনকী ডিম কতদিন খাওয়া যাবে, তারিখ দেখে সেটাও জানা যাবে।’‌

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ সূত্রের খবর, বেশ কয়েকটি সরকারি দোকান এই ডিম একটু বেশি দামে বেসরকারি দোকানদারদের বিক্রি করে মুনাফা করছে। আর এই বেসরকারি দোকানদাররা তার উপর বাড়তি টাকা চাপিয়ে মানুষকে বিক্রি করছে। ফলে রাজ্য সরকারের সদিচ্ছা মাঠে মারা যাচ্ছে। ইতিমধ্যেই ডিমের উপর নির্দিষ্ট তথ্য লেখার নয়া মেশিন আমদানি করা হয়েছে। এগুলি ‘লেসার প্রিন্টিংয়ের’ মাধ্যমে গোলাপি রঙে লেখা হবে। রাজ্যে হরিণঘাটার ৬৩০টি কাউন্টার রয়েছে। সেখান থেকে বেসরকারির হাতে ডিম চলে যাচ্ছে। এবার ক্রেতাদের অভিমত জানতে একটি টোল–ফ্রি ফোন নম্বরও (১৮০০-১২০-৮২৪৩) চালু করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.