বুকের পাটা থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও করে দেখুন। তবে বুঝব রাজনীতিতে আপনার ম্যাচিওরিটি এসেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
আগামী ১৯ ফেব্রুয়ারি কোচবিহারের ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তারই পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন নিশীথ প্রামাণিক। এবার সেই চ্যালেঞ্জ কতটা মেনে নিতে পারবেন তৃণমূল নেতৃত্ব সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলা।
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সোমবার জানিয়েছেন, আমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ্যরা রয়েছে। বয়স্ক বাবা মা রয়েছেন। যদি আপনার ক্ষমতা থাকে, যদি বুকের পাটা থাকে তবে আপনি আসুন, দিল্লিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও করে দেখান তবে বুঝব নেতৃত্ব হিসাবে আপনার মধ্য়ে ম্যাচিওরিটি এসেছে। মানুষের মন জয় করতে না পেরে, রাজবংশী মানুষের মন জয় করতে না পেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকারণেই এমন উসকানিমূলক মন্তব্য তিনি করছেন।
এদিকে সম্প্রতি কোচবিহারে সভা করে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবক মারা গিয়েছেন সেই প্রসঙ্গ তুলেই তিনি সময় সীমা বেঁধে দিয়ে কার্যত নিশীথ প্রামাণিকের কাছ থেকে কৈফিয়ৎ চেয়েছিলেন। পরবর্তী সময় কোচবিহারের দিনহাটা সংলগ্ন ভেটাগুড়িতে নিশীথের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল। আর তৃণমূলের সেই কর্মসূচির এবার পালটা জবাব দিলেন খোদ নিশীথ প্রামাণিক।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এই চ্যালেঞ্জ শুনে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, নিশীথ প্রামাণিকের বুকের পাটা থাকলে যেদিন ঘেরাও করা হবে সেদিন বাড়িতে এসে বাবার পাশে এসে দাঁড়ান। তাঁর শিক্ষাগত, রাজনৈতিক যোগ্যতা নেই। কোচবিহারে আসুন। হাফপ্যান্ট মন্ত্রী। পারলে আসুন বাংলায়। আমি জয়প্রকাশ চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গে এসে বলুন। তখন সিকিউরিটির পাহাড়় যেন না থাকে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগতদিনে তৃণমূলেই ছিলেন নিশীথ প্রামাণিক। প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর সখ্য়তা ছিল। তবে পরবর্তী সময়ে তাতে চিড় ধরে। এরপর তিনি বিজেপিতে যোগ দেন। আর বর্তমানে সেই কোচবিহারের বিজেপি সাংসদই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই চেয়ারে বসেই তিনি এবার অভিষেককে নিশানা করে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।