বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় পার্টি অফিস বানাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় পার্টি অফিস বানাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী। 

শুভেন্দুবাবু লিখেছেন, অর্থাৎ সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তৈরি বাড়ি যাবে বিশৃঙ্খল তৃণমূল কর্মীদের হাতে যাবে। যার ফলে ঘরগুলি অসামাজিক কাজের আখড়া হবে। এমনকী সেখানে বোমা মজুত করা হতে পারে।

কেন্দ্রের পাঠানো সংখ্যালঘু উন্নয়নের টাকায় পার্টি অফিস বানানোর পরিকল্পনা করছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের একটি চিঠিকে হাতিয়ার করে এই দাবি করেছেন তিনি। সেই চিঠিতে রাজ্যের কর্মতীর্থ প্রকল্পের ৮১০টি খালি স্টল স্থানীয় ক্লাবগুলিতে বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দুবাবুর আশঙ্কা, এই স্টলগুলি ক্লাবের হাতে গেলে তাতে তৃণমূলের পার্টি অফিস হবে, এবং কালক্রমে সেখানে বোমা মজুত হবে।

বুধবার এক টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, রাজ্য সরকারের চিঠি বলছে যে কর্মতীর্থ প্রকল্পের ৮১০টি ঘর বিলি হয়নি। সেই ঘরগুলি স্থানীয় ক্লাবগুলির হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন ক্লাব ঘর পাবে তা ঠিক করবে জেলা প্রশাসন। এই প্রকল্প কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের টাকায় করা। সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সঠিক জায়গায় প্রকল্পের বাড়ি তৈরি করা হয়নি, তৈরি হয়নি সঠিক পরিকাঠামো। যার ফলে প্রকল্প চূড়ান্ত ফ্লপ হয়েছে।

শুভেন্দুবাবু লিখেছেন, অর্থাৎ সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তৈরি বাড়ি যাবে বিশৃঙ্খল তৃণমূল কর্মীদের হাতে যাবে। যার ফলে ঘরগুলি অসামাজিক কাজের আখড়া হবে। এমনকী সেখানে বোমা মজুত করা হতে পারে।

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির কাছে শুভেন্দুর আবেদন, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠান। তাতে যেন দফতরের আধিকারিকরা থাকেন। CAG তদন্তের তোড়জোড় শুরু করুন।

এরই সঙ্গে রাজ্য সরকারের চিঠির প্রতিলিপি প্রকাশ করেছেন শুভেন্দু। তাতে দেখা যাচ্ছে, রাজ্যে ৫০৩টি কর্মতীর্থে ১৭,৩২০টি ঘর বিলি করেছে রাজ্য সরকার। বিলি হয়নি ৮১০টি ঘর।

 

বন্ধ করুন